বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকার ভাগ্যে লাভ আসতে চলেছে। শনির ঘরে বুধ খুব শিঘ্রই প্রবেশ করতে চলেছেন। ফলত, ১২ রাশিতেই তার কম বেশি প্রভাব পড়তে পারে। তবে খুব বেশি প্রভাব পড়তে চলেছে বিশেষ কিছু রাশিতে। জ্যোতিষ গণনা বলছে, ৩ বিশেষ রাশিতে বুধের এই গোচরের ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ২৯ জুলাই বুধ গোচর করবেন। সেদিন তিনি শনির নক্ষত্র পুষ্যে যাবেন। সেই দিন কোন সময় রয়েছে বুধের গোচর? তা দেখে নিন। সঙ্গে কাদের ভাগ্যে সুখের সময় আসতে পারে তাও দেখে নিন।
মেষ
পুষ্য নক্ষত্রে বুধের যাওয়ার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন, তার মধ্যে রয়েছে মেষ। এই রাশির চতুর্থভাবে রয়েছেন মেষ। এই রাশির জাতক জাতিকার আত্মবিশ্বাস হু হু করে বেড়ে যেতে পারে। মায়ের স্বাস্থ্য আগের থেকে একটু ভালো হবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্কও ভালোর দিকে যাবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। জমি জায়গার ব্যাপারে আপনি পাবেন লাভ। সংসারে আসবে খুশি, আনন্দ। নতুন বন্ধু তৈরি হতে পারে এই সময়।
মিথুন
এই রাশির জীবনেও অনুকূল প্রভাব দেখতে পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। শিক্ষা ক্ষেত্রেও ভালো লাভ হবে। নিজের দমে বেশ কয়েকটি ক্ষেত্রে পেতে পারেন সাফল্য। শত্রুর উপর জয় লাভ করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে ভালো লাভ করতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। সমাজে মান সম্মান হু হু করে বাড়তে থাকবে। জীবনে নানান রকমের খুশি, শান্তি আসবে।
কন্যা
ব্যবসার দাতা বুধ পুষ্য নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশিতে দশমভাবে বিরাজ করবেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। আপনি কোনও পদ পেতে পারেন। নতুন কোনও আনন্দ জীবনে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা দেখা যাবে। ভাই বোনের সঙঅগে সময় ভালো কাটবে। ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। জমি জায়গার বিষয়ে ভালো সাফল্য পাবেন। সন্তানের দিক থেকে কোনও সমস্যা চলতে থাকলে তা শেষ হবে। সন্তানের উন্নতি হতে পারে।
২৯ জুলাই কখন রয়েছে গোচর?
২৯ জুলাই ২০২৫ সালে বিকেল ৪ টে ১৭ মিনিটে বুধ, শনির নক্ষত্র পুষ্যে প্রবেশ করবেন। সেখানেই তিনি ২২ অগস্ট পর্যন্ত থাকবেন। তার সবচেয়ে বেশি প্রভাব ৩ রাশিতে ইতিবাচকভাবৈে পড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)