Holi in March 2025 India: রঙের উৎসব হোলি এবার কবে পড়েছে? জেনে নিন দিনক্ষণ তিথি ও হোলিকা দহনের মুহূর্ত Updated: 19 Jan 2025, 02:00 PM IST Anamika Mitra Holi in March 2025 India: রঙের উৎসব হোলি একটি বিশেষ উৎসব। এই উৎসবটি সারা দেশে মহা জাঁকজমকের সঙ্গে পালিত হয়। ২০২৫ সালে হোলি উৎসব কবে, হোলিকা দহনের শুভ সময় কখন তা জেনে নিন।