হিন্দু শাস্ত্র মতে কর্মফলদাতা শনিদেব প্রতিটি জাতক জাতিকাকে তাঁর কর্ম অনুযায়ী ফলদান করে থাকেন। তারফলে বহু রাশির জাতক জাতিকাকেই সাড়েসাতি, ঢাইয়ার মুখে পড়তে হয়। আবার অনেক জাতক জাতিকাই শনিদেবের কৃপা পান। এদিকে, শনিদেব তাঁর নিজের চক্রে ঘুরে একটি রাশিতে আসতে ৩০ বছর সময় নেন। ১৩ জুলাই শনিদেব হচ্ছেন বক্রী। এদিকে, হিন্দি ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ ১১ জুলাই শুরু হচ্ছে। আর তিনি বক্রী হতেই তৈরি হবে কেন্দ্র ত্রিকোণ যোগ। লাকি কোন কোন রাশি?
বৃশ্চিক
প্রতিযোগিতা মূলক পরীক্ষা যাঁরা দিচ্ছেন সেই জাতক জাতিকারা লাভ পেতে পারেন। আপনি যে চেষ্টা করছেন, তাতে পুরো লাভ মিলতে পারে। বিয়েতে যাঁরা ইচ্ছুক, তাঁরাও পেতে পারেন এই সময় ভালো কিছু। হতে পারে অবিবাহিতদের বিয়ের তারিখ ঠিক। ব্যবসায়ী যাঁরা, তাঁরা খুবই ব্যস্ত থাকতে পারেন। পরিবারের জন্য এই সময়, কিছুটা সময় দিতে পারেন। এই সময় আপনার সামাজিক গতিবিধি বন্ধুত্ব ভালোর দিকে যাবে। গাড়ি বা বাহন সম্পর্কিত কোনও ইচ্ছা থাকলে তা সম্পন্ন হতে পারে। বক্রী শনিদেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কর্মের ভিত্তিতে ফল দান করবেন। অনেক বেশি পরিশ্রম করলে ফল পাবেন।
ধনু
আপনার ওপর নেতিবাচক প্রভাব কমতে পারে। বক্রী শনির কৃপায় আপনি কোনও সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। গাড়ি বা বাড়ি কেনার জন্য কোনও ঋণ নিয়ে থাকলে, তা নেওয়ার জন্য এইটি ভালো সময়। পরিবাকে যে ঝামেলা ঝাঁটি হচ্ছে, তা মিটে যাবে। মায়ের স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। যাঁদের বিয়ে করার বিষয়ে ইচ্ছা রয়েছে, তাঁরা তা করতে পারেন। অংশীদারির ব্যবসায় কোনও অনিশ্চয়তা থাকলে তা কেটে যাবে। আপনার ফোকাস আর পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি হবে। টাকা বা সম্পত্তি সঞ্চয় করার ক্ষেত্রে পেতে পারেন লাভ। পুরনো কোনও ঋণ থেকে মুক্তি পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )