Mangal Vakri 2024: বক্রী হয়েই মঙ্গল ধন দৌলতে ভরিয়ে দেবেন একাধিক রাশিকে! কর্কট সহ কারা লাকি?
1 মিনিটে পড়ুন Updated: 01 Dec 2024, 11:54 AM ISTদৃক পঞ্চাঙ্গ অনুসারে, বর্তমানে কর্কট রাশিতে অবস্থানে রয়েছেন মঙ্গল। আসছে তার বক্রী অবস্থান।
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, বর্তমানে কর্কট রাশিতে অবস্থানে রয়েছেন মঙ্গল। আসছে তার বক্রী অবস্থান।
বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, মঙ্গল হল সাহস পরাক্রমের কারক। এরফলে মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব সমস্ত রাশিতে পড়তে আরম্ভ করে। মঙ্গল হল, মেষ আর বৃশ্চিক রাশির স্বামী। যাঁদের কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান খুবই পোক্ত হয়, তাঁদের আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হয়। বর্তমানে মঙ্গল নিজের নিচ রাশি কর্কটে বিরাজমান। আর ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আসন্ন সময়ে মঙ্গল বক্রী অবস্থানে যেতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, লাকি কারা।
মঙ্গল বক্রী:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে, বর্তমানে কর্কট রাশিতে অবস্থানে রয়েছেন মঙ্গল। ৭ ডিসেম্বর ভোর ৫ টা ১ মিনিটে মঙ্গল কর্কট রাশিতে বক্রী অবস্থানে যাবে। আর এই রাশিতে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত থাকবে মঙ্গল। প্রায় ৮০ দিন পর্যন্ত মঙ্গল এই রাশিতে অবস্থান করবে।
কর্কট
এই রাশির জাতক জাতিকারা কোনও দীর্ঘ রাস্তায় যেতে পারেন। এই রাশিতে মঙ্গল, লগ্নভাবে বক্রী হবেন। আপনার কার্যস্থলে আপনার প্রশংসা করা হবে। তবে কোনও কাজ ভেবে চিন্তা করে করতে হবে। সন্তানদের তরফ থেকে আপনার কোনও সমস্যা হলে, তা কেটে যাবে। কেরিয়ারে দারুন লাভ হবে। যদি চাকরি বদলের কথা ভাবেন, তাহলে এই সময়টি ভালো। ব্যবসা ও চাকরিতে বিপুল লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন ব্যবসা যদি চান, তাহলে তা সম্পন্ন হবে।