গত বুধবার নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার বিচারভবনের ২ নম্বর ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের কাছে তিনি গোপন জবানবন্দী দিয়েছেন। ওই মহিলা প্রথমে নিউ টাউন থানায় অভিযোগ জানিয়েছিলেন। পরে বউবাজার থানায় অভিযোগ জমা পরে।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি
পঞ্চায়েত ভোটের ঠিক আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছেন এক মহিল। তাই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তারইমধ্যে ওই মহিলার গোপন জবানবন্দী হয়েছে। রাজনৈতিক চক্রান্তের অভিযোগও তুলেছেন বিরোধীরা।
গত বুধবার নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার বিচারভবনের দুই নম্বর ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের কাছে তিনি গোপন জবানবন্দী দিয়েছেন। ওই মহিলা প্রথমে নিউ টাউন থানায় অভিযোগ জানিয়েছিলেন। পরে বউবাজার থানায় অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলা রুজু করে পুলিশ। একটি মহলের দাবি, ওই মহিলা মুর্শিদাবাদ ডোমকল শহরের তৃণমূলের সম্পাদক ছিলেন। মহিলাকে তৃণমূলের বিধায়ক জাফিকুল ইসলাম এবং ব্লক সভাপতি হাজিকুল ইসলামের পাশেও বেশ কয়েকবার দেখা গিয়েছে।
বিধায়কের বক্তব্য, ‘ওই মহিলা তৃণমূলের ডোমকল শহরের সম্পাদিকার দায়িত্বে ছিলেন। সেটি পুর এলাকা। এখন পঞ্চায়েত নির্বাচনের সময় ওর সঙ্গে কোনও যোগাযোগ নেই।’ মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি শাওনি সিনহা রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ওই মহিলাকে চেনেন না। ষড়যন্ত্রের প্রশ্নে শাওনি বলেন, ‘পুলিশ তদন্ত করছে। সেটা পুলিশই বলতে পারবে।’