কল্যাণীতে পথকুকুরকে পিটিয়ে মারার ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল স্কুলের অভিযুক্ত প্রধান শিক্ষক ও এক কর্মচারীকে। বুধবার রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করে। আজ, বৃহস্পতিবার ধৃতদের কল্যাণীর আদালতে তোলা হবে। ঘটনাটি সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: পাখি মারার বন্দুক দিয়ে কুকুরকে গুলি করে হত্যা, সরব পশুপ্রেমীরা, গ্রেফতার ২
ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, স্কুলের পোশাক পরা একাধিক ছাত্র ও কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মিলে একটি অসুস্থ কুকুরকে নির্মমভাবে লাঠি দিয়ে মারধর করছে। ঘটনাস্থল ছিল একটি মাঠ, সেখানে কুকুরটি প্রায় অচেতন অবস্থায় পড়ে ছিল। সেই অবস্থাতেই তাকে বেধড়ক মারা হয়। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। ঘটনার পরেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় পশুপ্রেমী ও সাধারণ মানুষ। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবিও ওঠে। পুলিশের পক্ষ থেকেও তৎপরতা দেখানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা সবাই কল্যাণীর নেতাজি বিদ্যামন্দির (ফর বয়েজ) স্কুলের সঙ্গে যুক্ত। কুকুরটিকে মারধরে অভিযুক্তদের মধ্যে ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক গৌড় ভাওয়াল এবং করণিক তারাপদ দাস।