কলকাতার দক্ষিণ শহরতলি হরিদেবপুরে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক নাবালিকার। সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে হরিদেবপুরের বনমালি বন্দ্যোপাধ্যায় সরণিতে। নিহত নাবালিকার নাম গুঞ্জন আগরওয়াল (১৪)। পরিবারের তরফে জানানো হয়েছে, ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। তদন্ত করছে হরিদেবপুর থানার পুলিশ।
পরিবারের তরফে জানানো হয়েছে, রোজ সকালে উঠে আগে সূর্যপ্রণাম করত গুঞ্জন। তার পর শুরু করত দৈনন্দিনের কাজ। সোমবার সকালেও সূর্যপ্রণাম করতে দোতলার ছাদে গিয়েছিল সে। কিছুক্ষণের মধ্যেই ছাদ থেকে কোনও কিছু পড়ার প্রচণ্ড আওয়াজ পান পরিবারের সদস্যরা। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গুঞ্জন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গুঞ্জনের মাসি বন্দনা গুপ্তা জানিয়েছেন, হাওড়ার অগ্রসেনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। রোজ সকালে সূর্যপ্রণাম করে দিন শুরু করত। কিন্তু সোমবার ছাদে উঠে অসাবধানতায় কোনও ভাবেপড়ে যায় সে। ১৪ বছরের কিশোরীর এই মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। তবে মৃত্যুর পিছনে এখনো কোনও অপরাধের সূত্র পাননি তদন্তকারীরা। পরিবারের তরফেও থানায় দায়ের হয়নি কোনও অভিযোগ।