Iconic Citi Bank Board to come down: ১২১ বছর পর চৌরঙ্গী রোডের ঐতিহাসিক কণক বিল্ডিং থেকে সরছে সিটি ব্যাঙ্কের বোর্ড!
1 মিনিটে পড়ুন Updated: 26 Feb 2023, 10:39 AM IST১৯০২ সালে ভারতে ব্যবসা শুরু করেছিল সিটি ব্যাঙ্ক। কণক বিল্ডিংয়ের এই অফিস থেকেই ভারতের তাদের যাত্রা শুরু করেছিল সিটি ব্যাঙ্ক। তবে সেই ঐতিহাসিক বিল্ডিং থেকে ১২১ বছর পর নামতে চলেছে সিটি ব্যাঙ্কের বোর্ড।
১৯০২ সাল থেকে কলকাতায় নিজেদের ব্যবসা শুরু করেছিল সিটি ব্যাঙ্ক।