আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের দুষ্কৃতী বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। বুধবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশের সঙ্গে কলকাতার পুজো উদ্যোক্তাদের বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি জানান, পুজোকে কলুষিত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা।
আরও পড়ুন - পুজোর মধ্যেও আরজি কর নিয়ে পথে থাকবে বিজেপি, উপায় বাতলে দিলেন শুভেন্দু
পড়তে থাকুন - 'ট্রাম উঠে যাচ্ছে না'! কীভাবে? ফেসবুকে বোঝালেন দেবাংশু
স্বরূপবাবু বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় হয়তো কিছু সমস্যা তৈরি হতে পারে। কিছু দুষ্কৃতী এসে সমস্যা তৈরি করতে পারে। সেটা আমরা সিপি সাহেবকে বললাম। এব্যাপারে কলকাতা পুলিশ যদি আগে থেকেই ব্যবস্থা করে রাখে তাহলে আমরা এই পুজোটা খুব ভালোভাবে কাটাতে পারব। পুজোতে এই সমস্যা আমরা আগে কখনও ফেস করিনি। দুষ্কৃতীরা যাতে আমাদের পুজোকে কলুষিত করতে না পারে সেজন্য আমরা কলকাতা পুলিশের নগরপালকে অনুরোধ করেছি। তাঁরা যদি আমাদের কোনও নির্দেশ দেন আমরা নিশ্চই তা পালন করব। হয়তো বিক্ষোভ দেখাতে পারেন, বিভিন্ন ধরণের সমস্যা তৈরি করতে পারেন। সেগুলো যাতে না হয়।’
আরও পড়ুন - কলেজে ভরতি হতে TMC নেতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে হয় মেয়েদের, বিস্ফোরক দাবি
বলে রাখি, দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজোর প্রধান উদ্যোক্তা অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ। টলিপড়ার দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ওঠা স্বরূপের বিরুদ্ধে সম্প্রতি বহু অভিনেতা ও টেকনিশিয়ার সোচ্চার হয়েছেন। গত মার্চে স্বরূপের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় আয়কর দফতর। এবার আরজি কর মেডিক্যালের ঘটনার প্রতিবাদীদের দুষ্কৃতী বলে উল্লেখ করলেন তিনি। পুজোর মধ্যে প্রতিবাদে সামিল হলে পুলিশি পদক্ষেপের মুখে পড়তে হতে পারেন বলেও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন তিনি।