এবারে আর মাটির ওপর দিয়ে নয়। মাটির নীচ দিয়ে ছুটবে গাড়ি। এমনই উদ্যোগ নিয়েছে হিডকো। নিউটাউনে তৈরি হচ্ছে সুড়ঙ্গপথ। নিউটাউন থেকে বিমানবন্দর পর্যন্ত যাবে এই সুড়ঙ্গপথ। এটা তৈরি হয়ে গেলে যানজটের ঝামেলা থাকবে না। এক নিমেষেই নিউটাউন থেকে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে।
হিডকো সূত্রে খবর, সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে নিউটাউনে তৈরি হচ্ছে এই আন্ডারপাস। প্রথম পর্যায়ে নিউটাউনের বিশ্ব বাংলা গেট থেকে নারেকলবাগান মোড় পর্যন্ত তৈরি হবে এই আন্ডারপাস। এর পরবর্তী পর্যায়ে সেই সুড়ঙ্গপথই পৌঁছে যাবে বিমানবন্দর পর্যন্ত। মাটির নীচে এই অত্যাধুনিক রাস্তা তৈরিতে খরচ হবে ৬৮ কোটি টাকা। প্রথম পর্যায়ে যে সুড়ঙ্গপথটি তৈরি হবে, সেটি ৩২০ মিটার দীর্ঘ। বিশ্ব বাংলা গেট থেকে নারকেলবাগান পর্যন্ত এই আন্ডারপাসে গাড়ি চলাচলের জন্য আলাদা করিডর থাকবে ও পথচারীদের যাতায়াত করার জন্য অন্য লেন থাকবে। গোটা সুড়ঙ্গপথেই থাকবে অত্যাধুনিক আলোর ব্যবস্থা। বিদেশে এই ধরনের পথ আগে অনেক থাকলেও ভারতে এই প্রথম তৈরি হচ্ছে। এর ফলে অল্প সময়ের মধ্যে যানজট এড়িয়ে খুব সময়ের মধ্যে নিউটাউন থেকে বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে।