বাংলা নিউজ > কর্মখালি > Primary TET 2022 Scrutiny and Review: এবার স্ক্রুটিনি ও রিভিউ করা যাবে প্রাথমিক টেটে, কীভাবে করবেন? কত টাকা লাগবে?
পরবর্তী খবর
Primary TET 2022 Scrutiny and Review: এবার স্ক্রুটিনি ও রিভিউ করা যাবে প্রাথমিক টেটে, কীভাবে করবেন? কত টাকা লাগবে?
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2023, 07:20 AM ISTAyan Das
Primary TET Scrutiny and Review: গত বছরের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। ঠিক দু'মাসের মাথায় ১০ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হয়েছে। তারইমধ্যে বুধবার পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে টেট পরীক্ষার্থীরা ওএমআর শিটের (পর্ষদের কাছে যে ওএমআর শিট আছে) স্ক্রুটিনি এবং রিভিউ করতে চান, তাঁদের সেই সুযোগ দেওয়া হবে।
গত ১১ ফেব্রুয়ারি প্রাথমিক টেট হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো এবার উত্তরপত্রের স্ক্রুটিনি এবং রিভিউ করতে পারবেন প্রাথমিক টেটের পরীক্ষার্থীরা। এমনই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করতে পারবেন টেট পরীক্ষার্থীরা। আগামী ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করা যাবে। সেজন্য প্রার্থীপিছু ১,০০০ টাকা লাগবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
গত বছরের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। ঠিক দু'মাসের মাথায় ১০ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হয়েছে। তারইমধ্যে বুধবার পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে টেট পরীক্ষার্থীরা ওএমআর শিটের (পর্ষদের কাছে যে ওএমআর শিট আছে) স্ক্রুটিনি এবং রিভিউ করতে চান, তাঁদের সেই সুযোগ দেওয়া হবে। শুক্রবার বিকেল পাঁচটা থেকে ১০ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রেই মাথাপিছু ১,০০০ টাকা খরচ পড়বে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার্থীদের সেই টাকা জমা দিতে হবে।