India's probable XI: ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে বুমরাহর দলে ফেরা নিশ্চিত। তবে তিনি কার জায়গায় দলে আসবেন? এটাই এখন প্রশ্ন। এছাড়াও নীতীশ রেড্ডির বদলে কি ফের শার্দুল ঠাকুর দলে জায়গা পেতে পারেন? এই নিয়েও ভাবছে ক্রিকেট বিশ্ব। লর্ডস টেস্ট শুরুর আগে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ।
বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। ৫৮ বছর পর এজবাস্টনে পাওয়া এই ঐতিহাসিক জয় শুভমন গিলের অধিনায়কত্বে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তৃতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার, ১০ জুলাই থেকে, ঐতিহাসিক লর্ডস মাঠে। ইতিমধ্যেই ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করেছে, যেখানে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন পেসার জোফ্রা আর্চার।
দ্বিতীয় টেস্টে workloads ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে ছিলেন ভারতীয় পেস তারকা জসপ্রীত বুমরাহ। তবে তাঁর অনুপস্থিতিতে আকাশ দীপ ও মহম্মদ সিরাজ দুর্দান্ত বল করে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দিয়েছিলেন।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক শুভমন গিল নিজেই জানান যে বুমরাহ তৃতীয় টেস্টে খেলবেন। তবে কাকে বাইরে রাখা হবে, সে বিষয়ে তখন কিছু জানান হয়নি। গিল ও তাঁর দল যে ভাবে ব্যাট হাতে রান পাহাড় গড়ছে, তাতে ইংল্যান্ডকে তাদের আগের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে—আগে যেখানে ফ্ল্যাট পিচ বানিয়ে ব্যাটিংয়ে আধিপত্য বিস্তারের কৌশল ছিল, এখন লর্ডসে তৈরি হচ্ছে সুইং সহায়ক পিচ। তার সঙ্গে রয়েছে লর্ডসের বিখ্যাত স্লোপের চ্যালেঞ্জ, যা বোলারদের জন্য বাড়তি সহায়তা হয়ে দাঁড়াতে পারে।
ভারতীয় ব্যাটিং লাইনআপ নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই, তবে করুণ নায়ারের ফর্ম কিছুটা উদ্বেগের কারণ হয়েছে। বিশেষত শর্ট বল বা লেংথ থেকে লাফানো ডেলিভারিতে তাঁর অস্বস্তি লক্ষ্য করা গেছে। ইংল্যান্ড অবশ্যই যশস্বী জসওয়ালকে শরীর লক্ষ্য করে শর্ট বল দিয়ে আক্রমণ করতে পারে, কিন্তু জসওয়াল যে ভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করে থাকেন, তা থেকে আশা করা যায় তিনিও সেই চ্যালেঞ্জে সফল হবেন।
ভারতের একাদশে একমাত্র পরিবর্তন হতে পারে জসপ্রীত বুমরাহের অন্তর্ভুক্তি, যার ফলে প্রসিদ্ধ কৃষ্ণাকে জায়গা ছাড়তে হতে পারে। লিডসের পর ভারতীয় পেসারদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও আকাশ দীপ, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে নিয়ে তৈরি এই ত্রয়ী আক্রমণ বেশ ভয়ঙ্কর বলেই মনে করা হচ্ছে।
ভারতের সম্ভাব্য একাদশ (তৃতীয় টেস্ট):
যশস্বী জসওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।