পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) রবিবার আরও একবার তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএলের (১৮তম আসর) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ৫৫ রানে পরাজিত করে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের ১৫০তম জয়ের মাইলফলক স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্স।
IPL-এ ১৫০তম জয়ের মাইলফলক ছুঁলো (ছবি : AFP)
Mumbai Indians create history: জসপ্রীত বুমরাহর চার উইকেট, লখনউ সুপার জায়ান্টসকে ৫৫ রানে হারিয়ে দিল হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) রবিবার আরও একবার তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএলের (১৮তম আসর) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) ৫৫ রানে পরাজিত করে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের ১৫০তম জয়ের মাইলফলক স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্স।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি চলতি আসরে টানা পঞ্চম জয় তুলে নিল এবং ১০ ম্যাচে ৬টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেল।
অনন্য কীর্তি মুম্বই ইন্ডিয়ান্সের
মোট ২৭১টি ম্যাচ খেলে আইপিএলে ১৫০টি জয় অর্জন করে মুম্বই ইন্ডিয়ান্স নতুন ইতিহাস রচনা করল। প্রতিযোগিতার ইতিহাসে এই কীর্তি অর্জন করা একমাত্র দল এখন মুম্বই ইন্ডিয়ান্স। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (CSK), যারা ২৪৮টি ম্যাচে ১৪০টি জয় তুলে নিয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স দুর্দান্ত সূচনা করে। ওপেনার রায়ান রিকেলটন ৫৮ রান এবং মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে শক্ত ভিত দেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২১৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় লখনউ সুপার জায়ান্টস। জসপ্রীত বুমরাহ তাঁর ৪ ওভারের স্পেলে মাত্র ২৬ রানে তুলে নেন ৪টি উইকেট। অপরদিকে, ট্রেন্ট বোল্টও অসাধারণ বোলিং করে ৩টি উইকেট তুলে নেন। ফলে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৬১ রানে অলআউট হয়ে যায় এলএসজি।
মুম্বইয়ের বোলিং আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহ ফের প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা ডেথ ওভারের বোলারদের একজন। বোল্টের নতুন বলে আঘাত এবং বুমরাহর মাঝ এবং ডেথ ওভারে কার্যকরী বোলিং মুম্বই ইন্ডিয়ান্সকে এই গুরুত্বপূর্ণ জয় এনে দেয়।