ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক শুভমন গিল ইতিমধ্যেই ৫৮৫ রান করে ফেলেছেন প্রথম দুই টেস্টে। যে ছন্দে তিনি ছিলেন, তাতে এই সিরিজে তিনি ১০০০ রান করে ফেললেও অবাক হওয়ার কিছুই নেই। যদিও গিলকে একপ্রকার আটকাতেই লর্ডসে পুরো সবুজ পিচ তৈরি করা হয়েছে। ভারতীয় বোলাররাও সেখানে ইংরেজদের সমস্যা ফেলবেন অবশ্য। গত টেস্টে একা গিলই করেন ৪৩০ রান। প্রথম ইনিংসে এজবাস্টনে ২৯৬-র পর দ্বিতীয় ইনিংসে আসে তাঁর ব্যাট থেকে ১৬১ রান।
ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ডই গিল ভেঙেছেন। যেন অধিনায়ক হিসেবে বিরাটের এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির ভেঙেছেন শুভমন। এক ম্যাচে সুনীল গাভাসকরের করা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন গিল। এছাড়াও এশিয়ান অধিনায়কদের প্রথম ব্যক্তি হিসেবে সেনা দেশে ২০০ রান করেছেন তিনি। পাশাপাশি এক টেস্টে দ্বিশতরান এবং ১৫০ রানের নজিরও রয়েছে একমাত্র গিলেরই।
তবে সামনে এখনও তিনটি টেস্ট থাকায় গিলের সামনে সুযোগ রয়েছে আরও বেশ কয়েকটা রেকর্ড গড়ার। ভারত অধিনায়ক যদি নিজের এই ফর্ম বজায় রাখতে পারেন, তাহলে ইংল্যান্ডেই তিনি স্যার ডন ব্র্যাডম্যানের প্রায় ১০০ বছর পুরনো নজির ভেঙে দিতে পারেন।
অধিনায়ক হিসেবে ১৯৩৬-৩৭ সালের অ্যাসেজে স্যার ডন ব্র্যাডম্যান ৮১০ রান করেছিলেন। গিল সেই নজির ভাঙার থেকে আর মাত্র ২২৫ রান দূরে রয়েছেন, হাতে রয়েছে তিনটি টেস্ট। সেবার পাঁচ ম্যাচের সিরিজে ব্র্যাডম্যান তিনটি শতরান করেছিলেন, গড় ছিল ৯০। গিল ইতিমধ্যেই তিনটি শতরান করে ফেলেছেন।
এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও রয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের ঝুলিতেই। ১৯৩০ সালের অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডে গিয়ে ব্র্যাডম্যান করেছিলেন মোট ৯৭৪ রান, সেই রেকর্ড ভাঙা থেকে গিল আপাতত ৩৯০ রান দূরে রয়েছেন। ১৯৩০ সালের সেই সিরিজে স্যার ব্র্যাডম্যান প্রথম দুই টেস্টে করেছিলেন ৩৯৪ রান, সেখান গিল ইতিমধ্যেই করে ফেলেছেন ৫৮৫ রান।
অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম ১০০০ রানের রেকর্ডও রয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের। ১১ ইনিংসে তিনি তা করেছিলেন। গিল যদি আগামী ৬ ইনিংসের ভিতর ৪১৫ রান করতে পারেন, তাহলে তিনি স্যার ব্র্যাডম্যানের এই রেকর্ডও ভেঙে দেবেন। এছাড়াও গিল তাড়া করছেন ক্যরিবিয়ান কিংবদন্তি ক্লাইড ওয়ালকটের রেকর্ডকে। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিরিজে পাঁচটি শতরান করেছিলেন ওয়ালকট, এখনও পর্যন্ত এক সিরিজে গিল ৩টি শতরান করেছেন। তাই আর ৩টি শতরান করতে পারলে ওয়ালকটের রেকর্ডও ভেঙে দেবেন গিল, এক সিরিজে সর্বোচ্চ শতরানের।