বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ভারতে আসেনি পাকিস্তান। নেহাতই ভারতে ঘুরতে এসেছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। তাঁরা বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারবেন না। এমনই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন তারকা তথা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন মুখ্য নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। যিনি ভারতের হয়ে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিলেন।
একটি অনুষ্ঠানে গিয়ে শ্রীকান্ত দাবি করেন, এবার বিশ্বকাপ জয়ের কোনও আশা নেই পাকিস্তানের। ভারতে স্রেফ ঘুরতে এসেছেন বাবররা। হায়দরাবাদ, চেন্নাই, কলকাতার মতো ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের খেলা পড়েছে (আমদাবাদ, বেঙ্গালুরুতেও খেলা আছে)। সেই শহরগুলি স্রেফ ঘুরে দেখবে। কারণ প্রথম চারে থাকতে পারবেন না আজমরা। উঠতে পারবেন না বিশ্বকাপের সেমিফাইনালে। পাকিস্তানের হাতে ঠিকঠাক বোলার নেই বলেও দাবি করেন শ্রীকান্ত। তাঁর বক্তব্য, শার্দুল ঠাকুরের মতো বোলার আছেন। যাঁরা প্রচুর রান খরচ করবেন।
বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের অবস্থা
আপাতত অবশ্য বিশ্বকাপে অপরাজিত আছে পাকিস্তান। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই জিতেছে। প্রথম ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডসকে। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। তবে দলে একাধিক সমস্যা আছে। অধিনায়ক বাবর এখনও রান পাননি। শাহিনকেও পুরোপুরি ছন্দে দেখা যাচ্ছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেননি পাকিস্তানের বোলাররা। তারপরও বিশ্বকাপের লিগ তালিকায় আপাতত দুই নম্বরে আছে (পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত)। এবার ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। তারপর আরও একাধিক কঠিন ম্যাচ আছে। যে পাকিস্তান আপাতত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির একদিনের ক্রিকেটে ক্রমপর্যায়ে বিশ্বে দুই নম্বরে আছে। শীর্ষে আছে ভারত।
এবার বিশ্বকাপে কোন কোন ম্যাচ বাকি আছে পাকিস্তানের?
১) ভারত বনাম পাকিস্তান: ১৪ অক্টোবর, আমদাবাদ।
২) অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান: ২০ অক্টোবর, বেঙ্গালুরু।
৩) পাকিস্তান বনাম আফগানিস্তান: ২৩ অক্টোবর, চেন্নাই।
৪) পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: ২৭ অক্টোবর, চেন্নাই।
৫) পাকিস্তান বনাম বাংলাদেশ: ৩১ অক্টোবর, কলকাতা।
৬) নিউজিল্যান্ড বনাম পাকিস্তান: ৪ নভেম্বর, বেঙ্গালুরু।
৭) ইংল্যান্ড বনাম পাকিস্তান: ১১ নভেম্বর, কলকাতা।
আরও পড়ুন: Rizwan on cramp: রিজওয়ানের 'চোট' দেখে সিনেমায় নামতে বললেন ডুল, কখনও-সখনও অভিনয় করি, অকপট পাক তারকা