বাংলায় এক্সিট পোলে দেখাচ্ছে পিছিয়ে যেতে পারে তৃণমূল। এগিয়ে যেতে পারে বিজেপি। সি ভোটারের সমীক্ষায় তেমনটাই বলা হয়েছে।
অন্ধ্রপ্রদেশে ১৭৫ সদস্যযুক্ত বিধানসভা ভোট হয়েছিল। ২৫টি লোকসভা আসনেও ভোট হয়েছিল। এবার সেই ভোটের এক্সিট পোলের হিসাবে প্রকাশিত হয়েছে। সেখানেই এসেছে চমকে দেওয়া ফলাফল।
অন্ধ্রপ্রদেশে কী হতে পারে? তা নিয়ে আগ্রহ একেবারে তুঙ্গে।
পিপলল পালসের এক্সিট পোলের ফলাফল অনুসারে অন্ধ্রপ্রদেশে টিডিপি বিধানসভা ভোটে এগিয়ে যেতে পারে। তাদের এক্সিট পোলের হিসেব বলছে
YSRC পেতে পারে ৪৫-৬০টি আসন
TDP+: পেতে পারে ১১১-১৩৫টি আসন।
কংগ্রেসের ভাগ্য়ে একটি আসন না হতে পারে।
নিউজ ১৮ মেগা এক্সিট পোলের ফলাফল অনুসারে অন্ধ্রপ্রদেশের ফলাফলে বলা হচ্ছে সব মিলিয়ে আসন হল ২৫টি।
বিজেপি পেতে পারে ১৯-২২টি আসন
YSRCP পেতে পারে ৫-৮টি আসন
ইন্ডিয়া জোটের ভাগ্য়ে একটি আসন নেই।
এদিকে এবিপি এক্সিট পোলের হিসাবে অন্ধ্রপ্রদেশে হিসাব দেখা যাচ্ছে বিজেপি অন্তত ২১-২৫টি আসন পেতে পারে। YSRCP পেতে পারে ০-৪টি পর্যন্ত আসন।
এই রাজ্যে রয়েছে ২৫টি লোকসভা আসন।
এবার জেনে নেওয়া যাক অন্ধ্রপ্রদেশে ম্যাজিক ফিগার কতগুলি?
এখানে মেজরিটি মার্ক হল ৮৮টি আসন। এখানে মোট আসন ১৭৫টি।
টিভি ৫ তেলেগুর এক্সিট পোলের হিসাব বলছে, টিডিপি সংখ্য়াগরিষ্ঠ আসন পাবে।
টিভি ৫ তেলেগুর হিসাব অনুসারে ১৬১টি আসন পেতে পারে তেলেগু দেশম পার্টি। তাদের সহযোগীদের আসনও এর মধ্যে রয়েছে। তাদের এক্সিট পোলের হিসাব বলছে, YSRC পেতে পারে ১৪টি। টিডিপি প্লাস পেতে পারে ১৬১টি। কংগ্রেসের ভাগ্যে শিকে ছিঁড়বে না। এমনটাই ভবিষ্যৎবাণী করা হচ্ছে।
ইন্ডিয়া নিউজ- ডি ডাইনামিক্সের এক্সিট পোলের হিসাবে বলা হচ্ছে
এনডিএ পেতে পারে ৩৭১টি আসন
ইন্ডিয়া জোট পেতে পারে ১২৫টা আসন
অন্য়ান্য়রা পেতে পারে ৪৭টি আসন
রিপাবলিক টিভি-PMARQ এক্সিট পোল
এনডিএ- ৩৫৯ আসন
ইন্ডিয়া- ১৫৪
অন্যান্যরা পেতে পারেন ৩০টি