অভিষেক বসু বর্তমানে ছোট পর্দার ভীষণ পরিচিত মুখ। তিনি বর্তমানে ফুলকি ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম রোহিত। টিআরপি তালিকায় বর্তমানে ভালো জায়গায় রয়েছে এই ধারাবাহিক। কিন্তু এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা অভিষেক কিন্তু প্রথমে পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। পরে তিনি নেতাজি ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেন এবং খ্যাতির শীর্ষে পৌঁছন, নজর কাড়েন সবার।
কেরিয়ার নিয়ে কী জানালেন অভিষেক বসু?
অভিনয় জগতে অনেকটা সময় কাটিয়ে এসেছেন, এখন নিজের কেরিয়ার বিষয়ে কী ভাবেন, কতটা বদল এসেছে সেটাই আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, 'বদল অনেকটাই এসেছে। পিছন ফিরে তাকালে এখন সেটা বুঝতে পারি। একজন চিত্রনাট্য, সংলাপ নিয়ে ভাবনা চিন্তা করি। ক্যামেরার সামনে জড়তা কাটাতে পেরেছি।'
অভিনয় জগতে আসা নিয়ে তিনি বলেন, 'স্কুল থিয়েটারে প্রথম সেরা অভিনেতার পুরস্কার পাই, সেটাই আমার অভিনয় হওয়ার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল।' স্কুল জীবন থেকেই তাঁর নাটকে হাতেখড়ি। পরবর্তীতে স্টার জলসার জনপ্রিয় মেগা বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে প্রথমবার তাঁকে দেখা গিয়েছিল। এরপর তিনি গঙ্গারাম, নেতাজি, ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। নেতাজি প্রসঙ্গে অভিনেতা জানান, 'এই ধারাবাহিক আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি নিজের ১০০ শতাংশ ঢেলে দিয়েছিলাম এই কাজটির জন্য।'
আরও পড়ুন: জেব্রা-জিরাফদের মাঝে দেবিনা এবং তাঁর দুই মেয়ে! কলকাতা এসেই চিড়িয়াখানায় বলি অভিনেত্রী
বিয়ের প্রসঙ্গে অভিষেক বসু
গঙ্গারাম ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ এবং প্রেম হয় সুরভি মল্লিকের সঙ্গে। দীর্ঘদিন তাঁরা চুটিয়ে প্রেম করছেন। কিন্তু বিয়ে কবে করছেন? এই প্রসঙ্গে অভিষেক জানান, 'পর্দায় এতবার বিয়ে করেছি যে এবার বাস্তবে করতে চাই। গত বছরই বিয়েটা করার ইচ্ছে ছিল। হল না। তাই ভাবছি এই বছর শেষ হওয়ার আগেই করে নেব।'