1 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2023, 09:58 AM ISTSubhasmita Kanji
Didi No 1: দিদি নম্বর ওয়ানে অনেক সময় প্রতিযোগীদের বিভিন্ন কারণে বকেছেন, বুঝিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন ঘটল একেবারেই উল্টো ঘটনা। এক খুদে প্রতিযোগীর কাছে বকা খেলেন রচনা!
দিদি নম্বর ওয়ানে এসেই বকা রচনাকে
দিদি নম্বর ওয়ানে খেলতে এসে দিদিকেই বকা! কাণ্ড দেখে তাজ্জব সবাই। এত বছর ধরে দিদি নম্বর ওয়ান চলে আসছে, কখনও কখনও রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনও প্রতিযোগী বা তাঁর বাড়ির লোককে কোনও বিষয় বোঝাতে বা বকতে দেখা গিয়েছে। কিন্তু রচনা উল্টে বকা খেয়েছেন.... না, এমন ঘটনা মনে করা গেল না। কিন্তু এদিন ঘটেছে সেই ঘটনাই।
দিদি নম্বর ওয়ানের নতুন প্রোমো
জি বাংলার তরফে দিদি নম্বর ওয়ানের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রচনাকে ধমক দিচ্ছে এক খুদে প্রতিযোগী। সে এসেই রচনাকে প্রশ্ন করে, 'তুমি এত লোগা তেন?' (পড়ুন, তুমি এত রোগা কেন?) তার কথায় চমকে ওঠেন সঞ্চালিকা। তারপর সে আবার বলে, 'আমি ফোনে খবর পেয়েছি তুমি একদম হেলদি ফুড খাও না। দুধ খাও না।' সেটা শুনে রচনা বলেন, 'হ্যাঁ আমি দুধ খাই না তো। দুধ তো বেবিরা খায়।' সেটা শুনে সেই খুদে প্রতিযোগী আবার বলে ওঠে, 'তুমি অরেঞ্জ খাও না, অ্যাপেল খাও না।' তার এই কথা শুনে হেসে ওঠেন সকলেই। এভাবে সঞ্চালিকাকে যে কেউ শাসন করতে পারে কেউ ভাবেইনি। তাই তো তার কাণ্ডে হেসে খুন সকলেই। শিশু দিবসে দিদির সঙ্গে খেলতে এসেছিল এই খুদে কথামৃতা রায়।