National Tattoo Day 2023: প্রতি বছর ১৭ জুলাই জাতীয় ট্যাটু দিবস পালিত হয়। গত কয়েক বছরে ট্যাটুর জনপ্রিয়তা বেড়েছে। ট্যাটু একটি অতি প্রাচীন বডি আর্ট। কিন্তু আধুনিক যুগেও এর প্রতি ঝোঁক রয়েছে প্রচুর মানুষের। প্রথমবার ট্যাটু করাতে যাচ্ছেন, করার সময় কী কী মনে রাখা উচিত?
ট্যাটু করতে যাওয়ার আগে খেয়াল রাখুন এই জিনিসগুলির
এক সময় শরীরের কোনও একটা অংশ থেকে উঁকি মারত উল্কি। কিন্তু এখন সে দিন বদলেছে। অনেকেরই শরীরের একাধিক জায়গায় দেখা যায় ট্যাটু। ভোল বদলেছে ট্যাটুর। সমস্ত প্রজন্মই এখনই ট্যাটুর প্রতি ঝোঁকে।
ট্যাটু একটি অতি প্রাচীন বডি আর্ট। শিল্পের একটি রূপ যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। কানের কাছে ডানা মেলা ছোট্ট একটি পাখি। অথবা কবজির অংশে ফুটে ওঠা পাপড়ি মেলা একটি লাল ফুল। কখনও প্রিয় গায়কের গানের দুই লাইন। শরীরের ক্যানভাসে খোদাই করা পছন্দের পংক্তি, ছবি কিংবা উদ্ধৃতি কেবল ফ্যাশন স্টেটমেন্টই নয়, এটি প্রকাশ করে একজনের ব্যক্তিত্বকেও। শরীরে ট্যাটু বা উল্কি আঁকার ইতিহাস বেশ পুরনো। আরও পড়ুন: ত্বক এমন হবে, দেখতে লাগবে ফিল্মস্টারদের মতো! মুখ ধোওয়ার আগে শুধু খেয়াল রাখুন এগুলি
হাজার হাজার বছর আগে প্রাচীন গ্রীক এবং রোমানরা ক্রীতদাস, অপরাধী এবং যুদ্ধবন্দীদের শাস্তি দেওয়ার জন্য ট্যাটু ব্যবহার করত। ধর্মীয় উল্কি আঁকার প্রচলন ছিল মূলত মিশর এবং সিরিয়ায়। এক সময় পদমর্যাদার প্রতীক হিসেবে কিংবা অত্যাচারী রাজার হাত থেকে নিজেকে রক্ষা করতেও উল্কি আঁকার প্রচলন ছিল।