'বয়কট' শব্দটির সঙ্গে পরিচিত নন, বৰ্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এই বয়কট ঝড়েই কার্যত কাবু বিনোদন জগৎ। ঝুঁকির মুখে বহু মানুষের অন্ন সংস্থান, স্বপ্ন। ঘরে বসেই মোবাইলের একটি ক্লিকে তছনছ হয়ে যেতে পারে সব কিছু! শুধু মাত্র একটি '#বয়কট' লেখার অপেক্ষা। আর তাতেই নির্ধারিত হচ্ছে একটি ছবি এবং তাঁর সঙ্গে জড়িয়ে থাকা অগুনতি মানুষের ভবিষৎ। কিন্তু এই 'বয়কট' প্রথা শুরু হল কী করে? কেনই বা শিল্প বা শিল্পীদের প্রতি নিজেদের যাবতীয় রাগ-ক্ষোভ উগরে দিচ্ছেন দর্শক? তাঁর আগামী ছবি 'বয়কট'-এ এমনই সব প্রশ্নের উত্তর খুঁজবেন পরিচালক সব্যসাচী হালদার।
সব্যসাচী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ছবি তৈরি করছেন তিনি। তাঁর কথায়, 'মানুষের রুচি বদলেছে। এখন তারকাদের চেয়েও বেশি তাঁরা ছবির বিষয়বস্তুকে গুরুত্ব দিচ্ছেন। এই পরিবর্তনের একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন কন্টেন্ট তৈরি হচ্ছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে, কোনও ছবি ভালো না লাগলেই এক ক্লিকে 'বয়কট' ট্রেন্ড করানো যাচ্ছে।'

একটি ছবির বাণিজ্যিক সাফল্যের উপর নির্ভর করে অনেকের রুটিরুজি। এই বয়কট প্রথার মরশুমে সেই মানুষগুলির ভবিষ্যৎ কতটা সুরক্ষিত? প্রশ্ন তুলেছেন পরিচালক। তাঁর কথায়, 'আজ যখন ছবিগুলি কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না, তখন সেই ছবির সঙ্গে জড়িত মানুষগুলির রুটিরুজিতে টান পড়ছে। বলিউডে এই বয়কট ট্রেন্ডটা দেখা যাচ্ছে। একটা ছবি কতটা ভালো বা খারাপ, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু যাঁরা এই কাজগুলির সঙ্গে জড়িয়ে, তাঁরা যাবেন কোথায়? সেই প্রেক্ষাপটের উপরেই এই ছবি তৈরি করছি আমরা।
সব্যসাচী মনে করেন, ছবি বাস্তবের কথা বলে। সেই বাস্তব পর্দায় ফুটিয়ে তুলতেই 'বয়কট'-এর মতো একটি বিতর্কিত বিষয় নিয়ে কাজ করছেন তিনি। গুঞ্জন, এই ছবিতে দেখা যাবে টলিউডের তাবড় তারকাদের। তবে এ বিষয়ে মুখে কুলুপ নির্মাতাদের।