মুক্তির প্রায় বছর দু'য়েক পর নন্দনে দেখানো হচ্ছে অনীক দত্তর ছবি ‘অপরাজিত’। ২০২২ সালে এই ছবি মুক্তি পেয়েছিল কলকাতার নানা প্রেক্ষাগৃহে। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ‘অপরাজিত’ সিনেমাটি তৈরি করা। ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিল অভিনেতা জিতু কমল। অভিনয় করেছিলেন সায়নী ঘোষও। সেই সময় দেশের বাইরে বিদেশের মাটিতে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল ‘অপরাজিত’।
নন্দনে ‘অপরাজিত’
নন্দনে দেখানো হচ্ছে ‘অপরাজিত’, যে খবরে খুশি ছবির পরিচালক অনীক দত্ত। খুশি ছবির কলাকুশলীরাও। অনীক দত্ত নিজের ফেসবুক দেওয়ালে পোস্ট করে বিষয়টি জানান। লেখেন, 'অবশেষে নন্দন-এ অপরাজিত'। পরিচালক এবং FFSI-এর পক্ষ থেকে প্রেমেন্দ্র মজুমদার জানিয়েছেন, ২৪ এপ্রিল নন্দন ৩-এ বিকেল ৫টায় দেখানো হবে ছবিটি।
আরও পড়ুন: ‘ভুলভুলাইয়া ৩’-এর কাজে কলকাতায় কার্তিক, বাইকে চড়ে হাওড়া ব্রিজে শ্যুট করলেন রুহ বাবা
আরও পড়ুন: YRF-এর স্পাই ইউনিভার্সে যোগ দিচ্ছেন অনিল কাপুর? কোন ছবিতে দেখা যাবে তাঁকে, কী বলছে রিপোর্ট
অনীক দত্তর পোস্ট
ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ন নন্দন-এ একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে ফিপ্রেসি ইন্ডিয়া। ২২ এপ্রিল থেকে এই উৎসব শুরু হতে চলেছে নন্দন তিনে। নানা ভাষার সমসাময়িক ছবি দেখা হবে তিন দিনের এই উৎসবে। আর এই উৎসবের তৃতীয় দিন বিকেল ৫টায় নন্দনের পর্দায় দেখানো হবে অনীক দত্তর অপরাজিত ছবিটি।
আরও পড়ুন: ‘অস্থির হয়ে পড়েছিলাম..’, ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতির