তারকাদের ভাই-বোনরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করতে পারেনি এমন উদাহরণ কোনও নতুন নয়। তালিকায় নাম রয়েছে শিল্পার বোন শমিতা শেট্টি, মালাইকার বোন অমৃতা আরোরা, কাজলের বোন তনিশা মুখোপাধ্যায়ের। আর এই নিয়ে কম ট্রোলের মুখেও পড়তে হয় না।
সম্প্রতি তনিশাকে দেখা যায় ঝলক দিখলা যা ১১-তে। নাচের এই রিয়েলিটি শো-তে নিজেও নাচেন তিনি। রইস সিনেমার জনপ্রিয় গান লয়লা মে লয়লা-তে তাঁর পারফরমেন্সে মুখ হাঁ হয় সেখানে উপস্থিত সকলেরই। চলতি সিজনের ৩ বিচারক মালাইকা অরোরা , ফারাহ খান এবং আরশাদ ওয়ারসি হতবাক হয়ে দেখতে থাকেন তাঁকে।
আর এরপর তনিশার প্রশংসা করে ফারহা খানকে বলতে শোনা যায়, ‘তুমিই হলে আজকের রাতের তারকা।’ এই কথা শুনে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন তনিশা। বলে ওঠেন, ‘আমাদের পরিবারে অজয় দেবগন, কাজলরা হল তারকা। আমি তারকা নই। আমি সেই লেভেলে পৌঁছতে পারিনি।’ আরও পড়ুন: শাহরুখের ডাঙ্কির জন্য কেউ পারিশ্রমিক নেন ২৫ কোটি তো কেউ ১৫! মোটা অঙ্ক পেল তাপসীও
তানিশা 'Sssshhh' দিয়ে তার বড় বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং পরে 'নীল 'এন' নিকি' এবং 'ট্যাঙ্গো চার্লি'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। মাথার উপর যশরাজ ফিল্মসের হাত। কেরিয়ারের শুরুতেই বিশাল বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ। তবুও ঈপ্সিত সাফল্য অধরাই থেকে গিয়েছিল। তানিশা এখনও ইন্ডাস্ট্রিতে পরিচিত 'কাজলের বোন' হিসেবে। সারাক্ষণ চলতে থাকে তুলনা।
'বিগ বস'-এর সুবাদে চর্চায় উঠে এসেছিলেন তানিশা। রিয়ালিটি শোয়ের ঘেরাটোপেই অভিনেতা আরমান কোহলির প্রেমে পড়েন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। এমনকী জেতা হয়নি বিগ বসও। বরং বিজেতা ছিলেন গওহর খান। আরও পড়ুন: শুরু হয়ে গেল আমির-কন্যার প্রাক বিবাহ অনুষ্ঠান! ফুলের সাজে হবু বরকে চুমু খেল ইরা
দিদির সঙ্গে অনবরত তুলনায় বিরক্ত তনিশা একবার মুখ খুলে বলেছিলেন, ‘ওর (কাজল) যাত্রাটা আলাদা। আমরা কখনওই এই তুলনার মধ্যে যাইনি। মানুষ আমাদের তুলনা করে।’ কেরিয়ারে ব্যর্থতা সত্ত্বেও দিদি কাজলের সঙ্গে তাঁর সম্পর্কে তিক্ততা আসেনি কখনও। প্রায়ই দেখা যায় দুই বোনকে একসঙ্গে। খ্যাতির ইঁদুর দৌড় থেকে সরে নিজের শর্তে বাঁচছেন তানিশা। সাফল্য-ব্যর্থতার হিসেবনিকেশ এখন আর ভাবিয়ে তোলে না তাঁকে।