Kukur Tihar: ধুমধাম করে সারমেয়র পুজো হয় এখানে! কেন পালন করা এই উৎসব জানেন
1 মিনিটে পড়ুন Updated: 13 Nov 2023, 05:48 PM ISTকেন সারমেয়র পুজো করা হয় এই উৎসবে? ঘটনা জানলে চক্ষু চরকগাছ হয়ে যাবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশু প্রেমীদের আজব করনামা! সারমেয়র মাথায় টিকা। সামনে সাজানো পছন্দের খাবার। এভাবেই পালন হল 'কুকুর তিহার'। ধুমধাম করে সারমেয়দের নিয়েই পালন করা হল মহা উৎসব।
কিন্তু কোথায় পালিত হয় এই উৎসব? জানলে সারমেয় নিয়ে এই অনুষ্ঠান পালন করা হয় পশ্চিমবঙ্গেরই অন্দরে। দীপাবলির দিনেই পালিত হয় এই উৎসব। এদিন সারমেয়দের পুজো করা হয়। শুধু বাড়ির সারমেয় নয় পুজো করা হয় রাস্তার সারমেয়দের।
আরও পড়ুন: মন খারাপ? তাহলে এই খাবারগুলি খেলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন
অ্যানিমেল হেল্পলাইন নামের এক সংগঠন এই উৎসবের মূল প্রবক্তা। দীপাবলির দিন প্রায় ১০০ হাজার কুকুরকে পুজো করেছে এই সংগঠন। প্রতিটি সারমেয়র জন্য বানানো হয়েছে বিশেষে খাবার।
আরও পড়ুন: মধু খেলেই পালাবে এই সব রোগ! মাত্র এক চামচেই দূর হবে হাজারও অসুখ
এই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রিয়া রুদ্র জানিয়েছেন, ' এটি একটি বিশেষ অনুষ্ঠান। এর মাধ্যমে আমরা সারমেয়দের একটু বিশেষ ভাবে নজর দিই। আমরা ওদের পুজো করি এবং বিশেষ খাবার দিই।
আরও পড়ুন: দীপাবলির দিন এই নিয়ম না মানলেই চরম ক্ষতি! সংসারে অমঙ্গলের ছায়া ঘনিয়ে আসতে পারে
এটা বোঝানোর জন্য যে মানুষেরা একাধি্ক উৎসব পালন করলেও সারমেয়দের জন্যে সেরকম কোনও অনুষ্ঠান নেই। এবং দীপাবলির দিনে শব্দবাজিতে সারমেয়রা অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয়। সাধারণ মানুষের সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।'
আরও পড়ুন: ডায়াবিটিসের চমৎকার ওষুধ! ঢ্যাঁড়শের অন্যান্য গুণ জানলে মুগ্ধ হতে হবে
এই অসাধারণ পরিকল্পনা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। দীপাবলির শব্দবাজিতে অত্যন্ত ভয়ার্ত হয় সারমেয়রা। তাদের মনের ওপরেই নয়, শরীরের উপরেও গভীর চাপ পড়ে এই উৎসবের মাধ্যমে। তাই এবার কুকুর তিহার পালন করে পশুপ্রেমীদের মুগ্ধ করেছে এই সংগঠন।