বাংলা নিউজ > টুকিটাকি > Raksha Bandhan 2023: রাখি কি কেবলই ভাই-বোনের উৎসব? ভারতের ইতিহাস থেকে লোকগাঁথা কী বলছে?
পরবর্তী খবর
Raksha Bandhan 2023: রাখি কি কেবলই ভাই-বোনের উৎসব? ভারতের ইতিহাস থেকে লোকগাঁথা কী বলছে?
1 মিনিটে পড়ুন Updated: 30 Aug 2023, 07:24 AM ISTSubhasmita Kanji
Raksha Bandhan 2023: আজ রাখি। ভাই এবং বোন বা দুই বোন কিংবা দুই ভাই আজ একে অন্যকে রাখি পরাবে। তাঁদের মঙ্গল চাইবে। কিন্তু এই বিশেষ উৎসবের জন্য কোথায়? কবে থেকেই বা চালু হয় রাখি পূর্ণিমা?
রাখি কি কেবলই ভাই-বোনের উৎসব?
আজ কেবল বোনেরা ভাইকে রাখি পরাবেন এমনটা একদমই নয়। একজন বোন আরেকজনকে রাখি পরাতে পারেন, আবার একজন ভাই তাঁর বোন বা ভাইকেও রাখি পরাতে পারেন। রাখি বাঁধার অর্থ একে অন্যের মঙ্গল চাওয়া, সম্প্রীতির সম্পর্ক বজায় রাখা। একসঙ্গে ভালো থাকার প্রতিশ্রুতি। কিন্তু এই বিশেষ উৎসব, রাখি পূর্ণিমার উৎস কোথায়? কবে থেকেই বা চালু হয় এই রাখি পূর্ণিমার রেওয়াজ? কী বলছে ভারতের ইতিহাস এবং লোকগাঁথা?
রাখি পূর্ণিমা যেহেতু শ্রাবণী পূর্ণিমা বা শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয় সেহেতু এই উৎসবকে অনেক জায়গায় শ্রাবণী বলে ডাকা হয়। তবে বেদ উপনিষদের থেকে লোকগাঁথায় রাখির বেশি উল্লেখ আছে বলেই এবিপি আনন্দকে জানিয়েছেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। সেখান থেকেই জানা যায় যে কেন মানুষ শ্রাবণী পূর্ণিমাকে বেছে নিয়েছেন রাখি উৎসব পালন করার জন্য।
তব ইতিহাসে কিন্তু রাখিকে ভাতৃত্বের বা বন্ধুত্বে প্রতীক বলে মনে করা হয় যেখানে আবার উত্তর ভারতের রাজ্যে এই বিশেষ দিনে ভাইয়ের হাতে বোনেরা রাখি পরিয়ে দেয়।
ইতিহাসে কী আছে আমাদের? গুজরাটের রাজা সুলতান বাহাদুর শাহ যখন চিতোর আক্রমণ করেন তখন সেখানকার বিধবা রানি কর্ণাবতী মুঘল সম্রাট হুমায়ূনের কাছে রাখি পাঠিয়ে সাহায্য প্রার্থনা করেন। হুমায়ূন লোক পাঠালেও ততক্ষণে সুলতান বাহাদুর শাহ চিতোর দখল করে নিয়েছেন এবং রানি কর্ণাবতী জহরের মাধ্যমে নিজের প্রাণ দিয়েছেন। কিন্তু যেহেতু রাখি পাঠিয়ে রক্ষার আর্তি করেছিলেন তিনি সেহেতু হুমায়ূন চিতোরকে পুনরুদ্ধার করেন এবং সেখানে রানি কর্ণাবতীর ছেলেকে রাজা হিসেবে বসান। এমনটাই জানালেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ি।
তবে কেবলই কি ইতিহাস বা লোকগাঁথা? মহাকাব্যেও অন্য ভাবে রাখি পূর্ণিমার কথা উল্লেখ আছে। শিশুপাল বধের সময় নিজের সুদর্শন চক্র দিয়ে নিজের কনিষ্ঠ আঙুল কেটে যায় কৃষ্ণের। তখন তাঁর মঙ্গলার্থে দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল ছিঁড়ে সেটা কৃষ্ণের হাতে বেঁধে দেন। কৃষ্ণ তারপর থেকে তাঁকে রক্ষা করার প্রতিশ্রুতি নেন। সেই জন্যই ভরা সভায় যখন দ্রৌপদীকে হেনস্থা করা হচ্ছিল তখন কৃষ্ণই সেখানে উপস্থিত থেকে তাঁকে বাঁচিয়ে ছিলেন।
অর্থাৎ বিভিন্ন ধরনের গল্প থাকলেও রাখি আদতেই বন্ধনের, বেঁধে বেঁধে থাকার, মঙ্গল কামনা করার উৎসব।