Covid Regulations for International Passengers: কোভিড আতঙ্কে ফিরছে কোয়ারেন্টাইন বিধি, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
Updated: 24 Dec 2022, 01:54 PM IST Abhijit Chowdhury 24 Dec 2022 coronavirus, covid testing, quarantine, কোয়ারেন্টাইন, করোনাভাইরাস, কোভিড পরীক্ষাচিনে ক্রমাগত করোনা সংক্রণ ছড়িয়ে পড়ছে। এই আবহে ফের দেশে ফিরতে চলেছে কোয়ারেন্টাইন বিধি। তবে শুধুমাত্র বিদেশ থেকে আগত করোনা আক্রান্তদের জন্যই এটা প্রযোজ্য হবে। এদিন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে দেন, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং হংকং থেকে আগত আন্তর্জতিক বিমান যাত্রীদের আরটিপিসিআর বাধ্যতামূলক হবে। উল্লেখ্য, সাম্প্রতিককালে এই সব দেশে করোনা অতিমারি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা অবলম্বন করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। তবে এখনই বিমান চলাচল বন্ধ করা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি