কনভয়ের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। শুধু জগনমোহন নয় তাঁর গাড়ির চালক রমনা রেড্ডির বিরুদ্ধেও এফআইআর হয়েছে। সম্প্রতি দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই জগনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। এরপর পদক্ষেপ করে অন্ধ্রপ্রদেশ পুলিশও। ফলে নিজেরই রাজ্যে বিপাকে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মধ্যপ্রাচ্যের সংঘাতে US-র এন্ট্রি! পাঁচ মাসে সর্বোচ্চ তেলের দাম, অস্থির শেয়ার বাজার
ঘটনাটি ঘটে গত বুধবার অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ইয়েতুকুরুতে। জগনমোহন রেড্ডি একজন ওয়াইএসআরসিপি বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন। তাঁকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে চিলি সিঙ্গাইয়াও ছিলেন। জগনের উপর ফুল বর্ষণ করতে গিয়ে গাড়ির ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি।ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, সিঙ্গাইয়া মাটিতে পড়ে যাওয়ার পরেও গাড়িটি থামেনি। তাঁর ঘাড়ের উপরে উঠে যায় জগনের গাড়ি চাকা। আর এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন। কিছুদূর গিয়ে থেমেছিল গাড়িটি। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। পরে পুলিশ এসে সিঙ্গাইয়াকে গুন্টুর সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-মধ্যপ্রাচ্যের সংঘাতে US-র এন্ট্রি! পাঁচ মাসে সর্বোচ্চ তেলের দাম, অস্থির শেয়ার বাজার