StartUp Shares: এক বছরে অর্ধেকেরও বেশি কমে গিয়েছে বেশ কিছু জনপ্রিয় স্টার্টআপের শেয়ার। Paytm-এর কথা তো ছেড়েই দিন। প্রায় ৬৬%-এর রেকর্ড পতন হয়েছে এই শেয়ারের। পলিসিবাজার-ও প্রায় ৬০% কমে গিয়েছে। অন্যদিকে Zomato প্রায় ৫৬% হ্রাস পেয়েছে।
ফাইল ছবি: রেডিট, রয়টার্স
Share Market Tips: বেশ কিছু জনপ্রিয় স্টার্টআপের শেয়ার যেমন Paytm, Zomato, Nykaa ইত্যাদি গত এক বছরে অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। Paytm-এর কথা তো ছেড়েই দিন। প্রায় ৬৬%-এর রেকর্ড পতন হয়েছে এই শেয়ারের। পলিসিবাজার-ও প্রায় ৬০% কমে গিয়েছে। অন্যদিকে Zomato প্রায় ৫৬% হ্রাস পেয়েছে।
বিগ ক্যাপ এবং স্মল ক্যাপ সংস্থাগুলির মধ্যে পিরামল এন্টারপ্রাইজও বিনিয়োগকারীদের কাঁদিয়ে ছেড়েছে। এই শেয়ার ২৬৩৫.৭০ টাকায় ছিল। সেখান থেকে নেমে ৮৫৯.১০ টাকায় চলে এসেছে। এমন পরিস্থিতিতে অনেকেই এই শেয়ারগুলিতে বিনিয়োগ করা ঠিক হবে কিনা ভাবছেন। আবার যাঁরা এক বছর আগে এখানে বিনিয়োগ করেছিলেন, তাঁরা ভাবছেন যে শেয়ার রিবাউন্ড করার জন্য আপাতত হোল্ড করবেন, নাকি বুকে পাথর রেখে বেচে দেবেন। আরও পড়ুন: স্রেফ ৮-৯ মাসেই দারুণ মুনাফার সুযোগ? বিনিয়োগ করতে চাইলে জানুন বিশেষজ্ঞদের মত
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।