দেশের বিভিন্ন প্রান্তে এখনও ঋতুস্রাব নিয়ে ছুঁতমার্গ আছে। আর সেই ছুঁতমার্গ কাটাতে বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চে দাঁড়িয়ে স্যানিটারি প্যাড নিয়ে মুখ খুললেন তিনি।
শনিবার মোদী বলেন, 'মেয়ে ও বোনেদের স্বাস্থ্যের বিষয়ে এই সরকার সর্বদা সতর্কিত। দেশের ৬,০০০ জনশুদ্ধি কেন্দ্রের মাধ্যমে খুব সামান্য প্রায় পাঁচ কোটি মহিলা মাত্র এক টাকায় স্যানিটারি প্যাড পেয়েছেন। মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করেছি আমরা। সেই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব।'
লালকেল্লার মঞ্চ থেকে মোদীর সেই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঢেউ উঠেছে। এক নেটিজেন বলেন, 'অন্য কোনও দেশ ভাবতে পারে যে একটা ঐতিহাসিক মঞ্চ থেকে একজন প্রধানমন্ত্রী মহিলাদের সাফল্য এবং স্যানিটারি প্যাড দেওয়া নিয়ে কথা বলছেন? যদি মানুষ এটা প্রগতিশীল এবং নয়া পথের দিশারী বলেন, তাহলে কীসে বলবেন?'
অপর এক টুইটার ব্যবহারকারী বলেন, 'স্বাধীনতা দিবসের ভাষণে স্যানিটারি প্যাডের কথা বলেছেন প্রধানমন্ত্রী। ছুঁতমার্গের বিরুদ্ধে লড়াইয়ে এটা একটা মাইলস্টোন।' অপর এক নেটিজেন বলেন, 'একটা সময় ছিল যখন লুকোছাপা করে বাড়িতে স্যানিটারি প্যাডের কথা বলা হত। আজ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে একথা বললেন। আমি খুব খুশি যে দেশ থেকে সেই ছুঁতমার্গ ধুয়েমুছে গেল।'