বাবার গুলিতে মৃত্যু রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের। গুরগাঁওয়ের বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ নিজের আবাসনেই মারা যান রাধিকা। তাঁর বাবা লাইসেন্স থাকা রিভলবার থেকে গুলি চালান মেয়ের উপর। ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল খেলোয়াড়কে। কিন্তু বাঁচানোর সব চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা।
রিল নিয়ে বচসার জের
গুরগাঁওয়ের সেক্টর ৫৭-এ পরিবারের সঙ্গে থাকতেন রাধিকা যাদব। সকাল সাড়ে দশটা নাগাদ একটি রিল ভিডিয়ো নিয়ে বাবার সঙ্গে রাধিকার বিবাদ চরমে ওঠে। যার পরেই নিজের লাইসেন্স থাকা রিভলবার বার করে গুলি চালিয়ে দেয় রাধিকার বাবা। পর পর তিনটি গুলি মারা হয় রাধিকাকে। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি ২৫ বছরের খেলোয়াড়কে।
আরও পড়ুন - ‘বৃদ্ধ’ শহরকে বনস্পতির ছায়া দিচ্ছে অচেনা 'সন্তান'! বিষণ্ণ বিকেলে শরতের ছোঁয়া
কী বলছে পুলিশ?
প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের অনুমান, মেয়ের একটি রিল ভিডিয়ো শুট করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাধিকার বাবা। কিন্তু মেয়ে তাঁর সঙ্গে একমত হননি। মতভেদ গড়ায় অশান্তিতে। তার পরেই চরম ওঠে বিবাদ। এর পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রিভলবার দিয়ে গুলি চালিয়ে বসেন রাধিকার বাবা। গুরগাও পুলিশের মুখপাত্র জানান, ‘ওই রিভলবারটির লাইসেন্স ছিল ও সেটি ঘর থেকেই পাওয়া গিয়েছে।’ পরিবারের লোকজনই মেয়েকে নিয়ে হাসপাতাল যান। কিন্তু তিনটি গুলি ঝাঁঝরা করে দেয় তরতাজা প্রাণ।
আরও পড়ুন - ফ্রি খাবার খাইয়েই মাসে ৮ কোটি আয়! ধাবা নয়, সাম্রাজ্য গড়েছেন ইনি, সিক্রেট কী?
কে ছিলেন রাধিকা যাদব?
ডাবলস টেনিস খেলোয়াড় হিসেবে রাধিকা যাদবের আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) র্যাঙ্কিং ছিল ১১৩। টেনিসখেলো ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাধিকা যাদব আইটিএফ ডাবলসে শীর্ষ ২০০ জনের মধ্যে ছিলেন। অকালমৃত্যুতে থমকে গেল তরুণী খেলোয়াড়ের সম্ভাব্য উজ্জ্বল ভবিষ্যত।