আজকাল আয়কর দফতর, ইডি, সিবিআই-এর মতো বড় বড় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায়। ইডি কয়েকদিন আগে অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। আর আজকে গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে একজন সাধারণ মানুষ তাঁর ঘরে কত টাকা রাখতে পারেন? কত টাকা নগদ রাখলে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না?