DA hiked under 7th Pay Commission: ডিএ বৃদ্ধির বড় ঘোষণা ! ৫ শতাংশ মহার্ঘভাতা বেড়ে গেল এই রাজ্যটির রাজ্যসরকারি কর্মীদের Updated: 06 Jul 2023, 07:37 PM IST Sritama Mitra মন্ত্রিসভায় সদ্য রাজ্যসরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ভূপেশ বাঘেলের সরকার। ছত্তিশগড় সরকার জানিয়েছে, এরফলে রাজ্যের ৩,৮০,০০০ জন সরকারি কর্মী লাভ পাবেন।