FD Rule Changed By RBI: ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে জানতেই হবে RBI-এর এই নিয়ম! নয়ত পড়তে হবে বড় লোকসানের মুখে Updated: 16 May 2022, 08:48 AM IST Abhijit Chowdhury Fixed Deposit Rule Change: সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদের হার পেতে অনেকেই ফিক্সড ডিপোজিটে (এফডি) টাকা রাখেন। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে এফডি সম্পর্কিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে আপনার জানা উচিত।