IPL 2022: LSG-কে না হারালে সব আশা শেষ, প্লে-অফের লড়াইয়ে টিকতে ৫টি জিনিস KKR-কে করতেই হবে Updated: 18 May 2022, 09:34 AM IST Tania Roy কলকাতা নাইট রাইডার্সের সামনে আজ বুধবার মরণ-বাঁচন লড়াই। লখনউ সুুপার জায়ান্টসকে হারাতে না পারলে সব আশা শেষ হয়ে যাবে। এ দিকে পর পর ২ ম্যাচ হেরে লখনউ কিন্তু জিততে মরিয়া। তারা চাইবে, কোন অঙ্কের জটিলতা ছাড়া জিতে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে।