Lockdown 2.0: সোমবার থেকে রাজ্যের এই জেলাগুলিতে শর্তসাপেক্ষে খুলবে দোকান, চলবে বাস
Updated: 30 Apr 2020, 07:43 AM IST Ayan Das 30 Apr 2020 Covid-19 Updates, Covid-19 Green Zones in Bengal, Mamata Banerjee, পশ্চিমবঙ্গের গ্রিন জোন, মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার থেকে রাজ্যের এই জেলাগুলিতে মিলবে ছাড়লকডাউনের মেয়াদ শেষের পরদিন অর্থাৎ সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনগুলিতে শর্তসাপেক্ষে বিভিন্ন কাজের অনুমতি দিল রাজ্য সরকার। সংশ্লিষ্ট এলাকাগুলিতে বই, চা, পান, রং, মোবাইল রিচার্জ, হার্ডওয়্যার, লন্ড্রি-সহ কিছু দোকান খোলা যাবে। কাজ শুরু করতে পারবে কিছু কলকারখানা। সরকারি প্রকল্প ও গ্রামের রাস্তা তৈরির কাজেও ছাড় দিয়েছে রাজ্য। জেলার মধ্যে চলবে বাস। তবে সবক্ষেত্রেই পুলিশ-প্রশাসনের অনুমতি লাগবে। কোন কোন জেলায় সেই ছাড় পাবে, দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি