লকডাউনের আগে বাজারে উপচে পড়ল ভিড়, বেশি দামেই দ্রব্য মজুতের হিড়িক
Updated: 23 Mar 2020, 02:19 PM IST Ayan Das 23 Mar 2020 Coronavirus in India, Coronavirus latest update in India, Coronavirus in India update, Coronavirus update India, India coronavirus count, Total Coronavirus cases in India, coronavirus india update, coronavirus news, coronavirus latest news, COVID-19, coronavirus update in india, covid 19 india, ভারতে করোনাভাইরাস পরিস্থিতি, করোনাভাইরাস, Coronavirus lockdown, কলকাতার বাজার'জনতার কার্ফু'-র পরদিনই লকডাউন। আর দুইয়ের মাঝে বাজার খুলতেই হুড়োহুড়ি পড়ে গেল আমজনতার মধ্যে। সোমবার সকালে আনাজ, আলু থেকে শুরু করে মুদি,মাংসের দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়ল। সবারই একটাই উদ্দেশ্য, বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করা। যদিও সরকার আগেই জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে। তাতেও আশ্বস্ত হলেন না আমজনতা। একনজরে দেখে নেওয়া যাক শহরের কয়েকটি বাজারের ছবিটা কী ছিল -
পরবর্তী ফটো গ্যালারি