Jaishankar On China Pak:চিন-পাকিস্তানকে নিয়ে মোদী ৩.০ সরকারের কূটনৈতিক স্ট্র্যাটেজি কী? প্রথম দিনই মুখ খুললেন জয়শঙ্কর
Updated: 11 Jun 2024, 04:26 PM IST Sritama Mitra 11 Jun 2024 s jaishankar, modi 3.0 relation with china and pakistan, india china relation, india pakistan relation, এস জয়শঙ্কর, মোদী ৩.০ সরকার, চিন, পাকিস্তানজয়শঙ্কর বলছেন, ‘যতদূর পাকিস্তান এবং চিন বিষয়টি রয়ে... more
জয়শঙ্কর বলছেন, ‘যতদূর পাকিস্তান এবং চিন বিষয়টি রয়েছে, তাতে সেসব দেশের সাথে সম্পর্ক আলাদা, এবং সমস্যাগুলিও আলাদা।’
বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘ তারা (অন্যান্য দেশ) দেখেছে যে জি২০-এর সভাপতিত্বে যখন আমরা আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ এগিয়ে নিয়েছিলাম, বিশ্ব আমাদের বিশ্বাস করেছিল এবং আমাদের দায়িত্বও বাড়ছে, তাই আমরাও বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্বে ভারতের পরিচিতি অবশ্যই বৃদ্ধি পাবে।' এরপরই তাঁর কাছে প্রশ্ন যায় যে, চিন নিয়ে ভারতের নব নির্বাচিত মোদী ৩.০ সরকার কী ভাবছে? জয়শঙ্কর তারও জবাব দেন। (PTI Photo/Shahbaz Khan) (PTI06_11_2024_000159B)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি