Tax for tourists in Darjeeling: এবার ট্যাক্স দিতে হবে দার্জিলিঙে! ঘুরতে গেলে বাড়বে খরচ, কত টাকা কর পড়বে? Updated: 27 Nov 2023, 06:57 PM IST Ayan Das দার্জিলিঙে ঘুরতে এলে এবার ট্যাক্স দিতে হবে। এবার থেকে সেই নিয়ম চালু করা হচ্ছে। অর্থাৎ বড়দিনের সময় যাঁরা দার্জিলিঙে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সেই কর দিতে হবে। কত টাকা কর বাবদ দিতে হবে, তা দেখে নিন।