Virus surge: শীতের ছুটির মরশুম আসতেই ভাইরাসের আনাগোনা বাড়ছে? বিশেষজ্ঞরা করছেন সতর্ক Updated: 12 Dec 2022, 02:40 PM IST Sritama Mitra সদ্য চিনে কোভিড লকডাউন বিরোধী প্রতিবাদের জেরে সেখানে ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন মানুষ। তারপর থেকে কোভিডের বিধি শিথিল হয়েছে চিনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এরপর থেকে চিনে হু হু করে বাড়তে পারে কোভিড।