শীতে কাঁপছে সবাই। দিল্লি, উত্তরপ্রদেশের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পশ্চিম রাজস্থানের বেশ কিছু জায়গায়। কাঁপছে মধ্যপ্রদেশও। দিল্লি রিজে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৫ ডিগ্রি। সেখানে রাজস্থানের চুরুতে তাপমাত্রা নেমে গিয়েছিল শূন্যে। মধ্যপ্রদেশের নওগংয়ে পারদ নেমেছিল ০.৫ ডিগ্রিতে। বাংলায় পারদ এতটা না পড়লেও বেশ ঠান্ডা ছিল আজও।