এই নিয়ে টানা তৃতীয়বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। ক্যামেরন নরিকে মাত্র ৯৯ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-৩, ৬-৩ ফলে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন তিনি। এদিকে মহিলাদের মধ্যে বিশ্বের ১ নম্বর আরিনা সাবালেঙ্কা অবশ্য বেশ বিপাকেই পড়লেন ম্যাচ বের করতে, যদিও শেষমেষ তিনিও শেষ চারে পৌঁছলেন।
স্প্যানিশ তারকা আলকারাজ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত কিছু ভুল ত্রুটি করেছিলেন, কিন্তু শেষ আটের ম্যাচে কোনও সুযোগই দিলেন না প্রতিপক্ষকে। সেমিতে তাঁর মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। এপ্রিল মাসে বার্সেলোনায় হোলগার রুনের বিপক্ষে হারের পর থেকে টানা ২৩ ম্যাচে জিতেই চলেছেন আলকারাজ। এর মধ্যে ফরাসি ওপেন, রোম মাস্টার্স এবং মন্টে কার্লোতেও চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ। শেষ দুবারের উইম্বলডনেই তিনি নোভাক জকোভিচকে ফাইনালে হারিয়েছেন। এবার তাঁর হ্যাটট্রিকের পালা তাঁর সামনে।
আলকারাজ বলছেন, ‘উইম্বলডনে আরও একটা সেমিফাইনাল খেলতে পারার আনন্দ আমার কাছে খুবই স্পেশাল। আমি যেভাবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও খেলি, তাতে আমি নিজেই খুব খুশি ’।
এদিকে জার্মানির লরা সিগমুন্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় তুলে নিলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। প্রথম সেটে ৪-৬ ফলে হেরে গেলেও, দ্বিতীয় সেট ৬-২ এবং তৃতীয় সেট ৬-৪ ফলে জিতে নেন সাবালেঙ্কা। ২ ঘন্টা ৫৪ মিনিটের লড়াইয়ের শেষে শেষ পর্যন্ত ম্যাচ বের করে নেন সাবা। ২০২১ এবং ২০২৩ সালে উইম্বলডনের সেমিফাইনালে হেরে গেছিলেন সাবালেঙ্কা। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেনের ফাইনালে হারের মুখ দেখতে হয়েছে সাবালেঙ্কাকে। তবে এবার তিনি গ্র্যান্ডস্লাম জিততেই পারেন কারণ মহিলাদের শীর্ষবাছাই ছয় খেলোয়াড়ের মধ্যে একমাত্র সাবালেঙ্কাই এখনও পর্যন্ত এবারের উইম্বলডনে অবশিষ্ট রয়েছেন।সেমিতে বেলারুশের এই খেলোয়াড় মুখোমুখি হবেন আমান্ডা আনিসিমোভার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।