বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ‘৩ গোল অসম্ভব নয়’, ফুটবলারদের নিজেদের উপর আস্থা না হারানোর পরামর্শ ATK MB কোচের
পরবর্তী খবর

‘৩ গোল অসম্ভব নয়’, ফুটবলারদের নিজেদের উপর আস্থা না হারানোর পরামর্শ ATK MB কোচের

জুয়ান ফেরান্দো।

লিগ শিল্ড জয়ী জামশেদপুর এফসি-কে হারিয়ে ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। আজ সেমির দ্বিতীয় লেগে কিন্তু চাপে থাকবে এটিকে মোহনবাগান।

সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরের কাছে ১-৩ হেরে চাপে পড়ে যায় এটিকে মোহনবাগান। দ্বিতীয় লেগের ৩ গোলের ব্যবধানে জেতার চ্যালেঞ্জটা নিঃসন্দেহে কঠিন সবুজ-মেরুনের কাছে। তবে বাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডো মনে করেন, ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়। তাঁর মতে, আজ বুধবার নিজেদের ওপর আস্থা রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব।

এই গুরুত্বপূর্ণ ও মরণ-বাঁচন ম্যাচের আগে সাংবাদিকদের যা বললেন ফেরান্দো:

সেমিফাইনালের প্রথম লেগে ১-৩ হেরেছেন, দ্বিতীয় লেগে কি আপনাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব?

ফুটবলে সব কিছু সম্ভব। অবশ্যই কাজটা সোজা নয় এবং এটাই বাস্তব। তবে অসম্ভবও নয়।

আপনাদের যখন ৩ গোলের ব্যবধানে জিততেই হবে, তখন নিশ্চয়ই আপনারা আক্রমণাত্মক ফুটবলই খেলবেন। এর জেরে তো আপনাদের ডিফেন্ডারদের অতিরিক্ত চাপ নিতে হবে, কারণ, হায়দরাবাদ প্রতি আক্রমণে ভয়ঙ্কর।

সে রকম ভাবেই পরিকল্পনা করতে হবে আমাদের। হায়দরাবাদ কী ভাবে খেলবে, সেটাও আমাদের দেখতে হবে। কিন্তু নিজেদের পরিকল্পনার ওপরই বেশি জোর দেব আমরা। আমাদের ফোকাস বজায় রাখতে হবে এবং জিততে হবে।

এ রকম পরিস্থিতির মধ্যে আপনাকে কখনও পড়তে হয়েছে?

হ্যাঁ। পরিস্থিতিটা মোটেই সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা ভাল পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী খেলতে হবে। এখানে মানসিকতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। গত মাসটা আমাদের কোভিড, চোট, অসুস্থতা, কোয়ারান্টইনের মধ্যে দিয়ে কেটেছে। প্র্যাকটিস খুবই কম পেয়েছি আমরা। এখন আমাদের পুরোপুরি পেশাদার হতে হবে এবং আমাদের মনে হওয়া দরকার, আমরা পারব।

রয় কৃষ্ণকে আমরা নম্বর নাইন হিসেবেই দেখে এসেছি বরাবর। কিন্তু ইদানীং তাঁকে ডান বা বাঁ দিকের উইং বরাবর খেলতে দেখা যাচ্ছে। কখনও একটু নেমেও খেলছেন। এগুলো কি সবই কৌশলের অঙ্গ?

আপনারা নিশ্চয়ই দেখেছেন, রয় শেষবার যখন উইঙ্গার হিসেবে খেলেছিল, তখন সাফল্য পেয়েছে। চেন্নাইয়িনের বিরুদ্ধে ভাল গোলও পেয়েছিল। হায়দরাবাদের বিরুদ্ধেও এ ভাবে খেলে গোল পেয়েছিল ও। জায়গা তৈরি করা এবং ওকে কাজে লাগানোটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই রয়, উইলি, কাউকো, প্রবীর—এদের কাউকে নিয়েই কোনও সমস্যা নেই।

প্রথম লেগে এটিকে মোহনবাগান ডিফেন্ডারদের মনসংযোগে ব্যাঘ্যাত ঘটল কেন?

কিছু কিছু সময়, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া খুব ভাল থাকে না। এটা খেলতে খেলতে হয়ে যায়। তবে সবসময় এই অজুহাত দেওয়া যায় না। ওদের আমি চিনি। ওদের চোখ-মুখ দেখে বুঝতে পারি, কতটা ক্লান্ত ওরা। তা ছাড়া মাঝে মাঝে ছোটখাটো ভুলও হয়ে যায়। কারণ, ফোকাস ঠিক মতো বজায় থাকে না। তাই গত ম্যাচে আমরা সমস্যায় পড়েছিলাম।

কোন কোন জায়গায় আপনাদের উন্নতি করতে হবে বলে মনে করেন?

অনেক জায়গাতেই। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিকতা। এক গোলে এগিয়ে থাকলে সবসময়ই ২-০ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হয়। ২-০ হলে ৩-০ করার চেষ্টা করা উচিত। এই মানসিকতা দরকার।

টানা ১৫টি ম্যাচে অপরাজিত থাকার পরে হঠাৎ কী হল যে, আপনারা পরের দু’টো ম্যাচেই হারলেন?

শেষ ম্যাচে জামশেদপুর এফসি আমাদের কাছে খুব কঠিন হয়ে উঠেছিল। আমাদের কাছে ওটা ফাইনালের মতো ছিল, যেখানে আমাদের জিততেই হত। কিন্তু গত দুটো ম্যাচে আমাদের হারের কারণ আগেও বলেছি। যখন ডিসেম্বরে এই ক্লাবে যোগ দিই, তখন থেকে আমাদের কাছে প্রতিটি ম্যাচই ছিল ফাইনালের মতো। এ রকম ম্যাচ ২-৩টি ম্যাচ খেলতে হলে ঠিক আছে। কিন্তু যখন এ রকম ১৬টি ম্যাচ খেলতে হয়, তখন তো দলের ছেলেদের ক্লান্তি আসাই স্বাভাবিক। তবু আমি সৌভাগ্যবান যে ওরা তখন ভাল খেলছিল। কিন্তু গত দু’টি ম্যাচে আমাদের ভাগ্য ভাল ছিল না। জামশেদপুরের বিরুদ্ধে একটার বেশি শট লক্ষ্যে রাখতে পারিনি আর হায়দরাবাদের বিরুদ্ধে সেট পিসে আমরা মার খেয়ে গিয়েছি।

দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে আপনাদের কী করতে হবে?

নিজেদের ওপর আস্থা রাখতে হবে। ৯০ মিনিটের খেলায় তিনটে গোল হতেই পারে। এই মানসিকতা নিয়ে খেলতে হবে।

গত ম্যাচে আপনারা দু’টো গোল খেয়েছেন কর্নারে। সেটপিসে ডিফেন্ডারদের কী সমস্যা হচ্ছে?

এই ব্যাপারে আগেও বলেছি। ছোটখাটো ব্যাপারে সমানে ভুল হতে থাকলে ফোকাসটা নড়ে যায়। আসলে দলের ছেলেরা খুব ক্লান্ত। এখন আর প্রত্যেককে তাদের ভুল ধরিয়ে দেওয়ার সময় নয়। এখানে প্রত্যেক খেলোয়াড়কেই খাঁচাবন্দী জীবন কাটাতে হয়েছে। সবসময় ঘরের মধ্যে থাকো। বাসে চড়ে মাঠে যাও আবার ফিরে এসো। এটা খুবই কঠিন জীবন। ব্যক্তিগত জীবনের প্রভাব মাঠেও তো পড়ে।

গত ম্যাচে হায়দরাবাদ দুটো উইং দিয়ে আক্রমণে উঠলেও আপনার দলের খেলোয়াড়দের দুই দিকে ব্লক করার প্রবণতা সে ভাবে দেখা যায়নি। এই ব্যাপারে কী বলবেন?

আসলে পরিকল্পনার ব্যাপারে এখানে কিছু বলা যাবে না। এটুকু বলতে পারি, দ্বিতীয় লেগে পরিকল্পনায় বদল আসবে।

ডেভিড উইলিয়ামস, তিরি আর হুগো বুমৌসের চোটের কী অবস্থা?

মোটেই ভাল না। শুধু ওরা নয়। রয়ের কথাই ধরুন। একমাস পরে ও এখন ৯০ মিনিট খেলতে পারছে। কার্লের ক্ষেত্রেও একই কথা বলা যাবে। মনবীরেরও হাঁটুতে ছোট চোট আছে। সত্যি বলতে কিছু কিছু চোট আছে, যেগুলো সহজে সারার নয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Latest News

সপ্তাহান্তে সিনেপ্রেমীদের মন জয় করল কাজলের 'মা', ২ দিনে এই ছবির আয় কত হল? 'নারীবিদ্বেষ…', কসবা গণধর্ষণ কাণ্ডে কল্যাণ-মদনকে নিয়ে বিস্ফোরক মহুয়া কসবা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের মোবাইল থেকে দেড় মিনিটের ভিডিয়ো ক্লিপ উদ্ধার কসবা গণধর্ষণকাণ্ডে পুলিশের হাতে অকাট্ট প্রমাণ, কোনও ভাবে পার পাবে না TMCP নেতা? বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল 'সিতারে জমিন পর', শনিবার আয় কত হল? ঘুম উড়েছে মুনিরের, তাই ভারতের বিরুদ্ধে হাস্যকর অভিযোগ পাক সেনার, দিল্লি বলল... ধনু, মকর,কুম্ভ, মীনের মধ্যে আজ কার ভাগ্যে কী রয়েছে? ২৯ জুন ২০২৫ রাশিফল দেখে নিন সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ২৯ জুন ২০২৫ রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? রইল ২৯ জুন ২০২৫ রাশিফল ‘রাজ্যের আবেদনে বকেয়া DA পেতে একটু দেরি হবে, কিন্তু টাকা পাবেনই সরকারি কর্মীরা’

Latest sports News in Bangla

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নকআউটে মেসির দল! শেষ ষোলোয় সামনে মেসির পুরনো ক্লাব PSG নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে পল পোগবা! মোনাকোর সঙ্গে কথা শুরু প্যারিস ডায়মন্ড লিগ জিতে নিজের ভুল স্বীকার নীরজের! মানলেন আরও দক্ষতা বাড়াতে হবে চিরপ্রতিদ্বন্দী রোনাল্ডোকে নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি! কে এগিয়ে? কি বললেন লিও? স্বমহিমায় নীরজ! জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে করে ডায়মন্ড লিগ জিতলেন ভারতীয় তারকা ইউরোপিয়ান ফুটবলের থেকে এগিয়ে ব্রাজিল! চেলসিকে হারিয়ে বোঝাল ফ্ল্যামেঙ্গো AIFF এখন সার্কাস! কল্যাণ চৌবেকে নিশানা করে বললেন ভাইচুং! চাইলেন OCI নিয়ে প্রমাণ নজিরবিহীন! ক্রিকেটের ইতিহাসে আর কেউ যা পারেননি সেটাই করলেন যশস্বী জয়সওয়াল ISL শুরু করা যাবে না, যতদিন… ক্লাবগুলোকে জানিয়ে দিল FSDL! বড় জটিলতা লিগ নিয়ে! চ্যাম্পিয়ন্স লিগজয়ী PSG-কে ক্লাব বিশ্বকাপে ধাক্কা দিল বোটাফোগো! ১-০ গোলে জিতল

IPL 2025 News in Bangla

রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.