প্যারিস সেন্ট জার্মেইনের কাছে পর্যুদস্ত হতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ৪-০ গোলে মাদ্রিদের দলটিকে একেবারে কচুকাটা করে দিয়েছে পিএসজি। কার্লো আনসেলোত্তি জমানার পর জাভি আলোনসো জমানার সূচনাটা খুব একটা ভালো হল না। আগেই সৌদির ক্লাব আল হিলালের কাছে আটকে গেছিল রিয়াল, কিন্তু তখন যেহেতু আলোনসোর সবে সবে শুরু হয়েছিল বেশি কথা বলেনি কেউ। কিন্তু পিএসজির কাছে তারকাখচিত রিয়ালের এমন লজ্জার হারের পর প্রশ্ন উঠতে বাধ্য। সাম্প্রতিক সময়ে রিয়ালের এমন অসহায় আত্মসমর্পণ শেষ কবে দেখেছে ফুটবলবিশ্ব, সেটাও মনে পড়ছে না কারোর।
ম্যাচে রিয়ালের ৯০ মিনিটের পারফরমেন্সে এমনিতেই তাঁদের সমর্থকরা লজ্জায় পড়ে গেছিলেন। ম্যাচের ৬ মিনিট থেকেই শুরু পিএসজির গোলের বন্যা। প্রথম গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ। এরপর ৯ মিনিটের মাথায় গোল করে পিএসজির ব্যবধান দ্বিগুন করেন উসমানে ডেম্বেলে। ২৪ মিনিটের মাথায় ফের গোল। এবার নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। ম্যাচের শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে পর্তুগিজ স্ট্রাইকার গনকালো রামোস গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
সব থেকে যেটা লজ্জার বিষয় সেটা হল, এই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ তেমন কোনও অনভিজ্ঞ বা অপেক্ষাকৃত তরুণ ফুটবলারদের নামায়নি। কিলিয়ান এমবাপে, জুডে বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা ফুটবলারদের নামানোর পরেও রিয়ালের এমন লজ্জার হার আটকানো সম্ভব হয়নি। একটা সময় তো রিয়াল মাদ্রিদের ফুটবলাররা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি শুরু করে দিয়েছিলেন, বেলিংহ্যামের সঙ্গে একপ্রকার লেগে যায় এমবাপের।
দ্বিতীয়ার্ধে তো পুরো খেলাটাই কন্ট্রোল করছিল পিএসজি, যেহেতু চেলসির বিরুদ্ধে ফাইনালে নামার আগে হাতে বিশ্রামের খুব বেশি সময় পাওয়া যাবে না, তাই কোনও চাপ না নিয়েই তাঁরা কোনও শক্তি অপচয় না করে খেলা স্লো করে দেন। এবং ৯০ মিনিট শেষে ৪ গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়েন। কিন্তু রিয়ালের চার গোল খাওয়ার থেকেও আরও লজ্জার বিষয় তখনও বাকি ছিল। যেটা দিলেন রেফারি।
সাধারণ ম্যাচের ৯০ মিনিটের পর খুব কম করে হলেও ২ মিনিট থেকে ৩ মিনিট মতো সংযুক্ত সময় যোগ করা হয়। কিন্তু রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচ রেফারি ৯০ মিনিটর হওয়ার পর মাত্র ৪ সেকন্ড খেলা গড়াতে না গড়াতেই ম্যাচের জবনিকা পতন ঘটান। অর্থাৎ রিয়াল মাদ্রিদকে আর লজ্জার মুখে পড়তে দিতে চাননি রেফারি। কিন্তু ফুটবল বিশ্বের ধারণা, এই কাজ করে রিয়ালের আরও গোল খাওয়া আটকাতে গিয়ে আদতে রিয়ালকে আরও লজ্জার মুখেই ফেলেছেন রেফারি সাইমন মারসিনিয়াক। আসলে সেই সময় পিএসজি কাউন্টার অ্যাটাকে উঠছিল, তাই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেওয়ায় পিএসজির সমর্থকরা আবার রেফারিকেই একহাত নেন পক্ষপাতিত্বের অভিযোগে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।