উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। ২৫তম গ্র্যান্ডস্লাম জয় থেকে আর মাত্র ২ধাপ দূরে রয়েছেন জোকার। এই বয়সে এসেও ধারাবাহিকভাবে হয় ফাইনাল, নয় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দেখাচ্ছেন জোকার, কথায় আছে ভাগ্য তাঁকেই সাহায্য করে যে সাহসী এবং পরিশ্রমি হয়। জোকার নিজের স্বপ্ন পূরণের জন্য কতটা মরিয়া সেটা বোঝা যাচ্ছে, প্রায় প্রতি গ্র্যান্ডস্লামেই তাঁর পারফরমেন্সে।
সেমিফাইনালে বিশ্বের এক নম্বর জানিক সিনারের মুখোমুখি হবেন তিনি। এরপর সেই ম্যাচ যদি তিনি জেতেন, তাহলে ফাইনালে সেই কার্লোস আলকারাজের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে জোকারের, যেই আলকারাজের কাছে শেষ দুবার উইম্বলডন ফাইনাল হেরে গ্র্যান্ডস্লাম হাতছাড়া করেছেন সার্বিয়ান সুপারস্টার।
পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ফ্ল্যাভিও কোবোলিকে চার সেটের লড়াইয়ে হারিয়ে দিলেন জোকার। সার্বিয়ান তারকা ম্যাচ জেতন ৬-৭, ৬-২, ৭-৫, ৬-৪ ফলে। অর্থাৎ প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক রচনা করেন তিনি। অন্যদিকে বেন শেল্টনকে তিন সেটের লড়াইয়ে উড়িয়ে সেমিতে এসেছেন বিশ্বের এক নম্বর ইতালির জ্যানিক সিনারও।
ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘এই জয়টা আমার কাছে বিশ্বজয়েরই মতো। যে আমি ৩৮ বছর বয়সে এসেও উইম্বলডনের ফাইনাল স্টেজে খেলতে পারছি। এতদিন ধরে আমায় সমর্থন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের ভালোভাসায় আমার খুব সুন্দর অনুভূতি হচ্ছে, আমার নিজেকে আরও তরুণ বলে মনে হয়। আরও একটা জিনিস আমায় আনন্দ দেয়, যখন আমি কোবোলির মতো তরুণদের বিরুদ্ধে খেলি। আমি আজকে স্লিপ খেয়ে বাজেভাবে পড়ে গেছিলাম, কিন্তু ঘাসের মাঠে এটা নতুন নয়। আমি ফিজিওর সঙ্গে এই নিয়ে কথা বলব, আশা করব ২দিনে আমি ঠিক হয়ে যাব ’।
এই নিয়ে রেকর্ড ১৩বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জোকার, এটি তাঁর ৫২তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে। মার্গারেট কোর্টের রেকর্ড ভাঙার থেকে আর মাত্র ২ ধাপ দূরে রয়েছেন জোকার, তবে তাঁর কাজটা কিন্তু মোটেই সহজভাবে ছাড়বেন না সিনার। কারণ জোকারের বিরুদ্ধে শেষ চার ম্যাচেই জিতেছেন সিনার, সম্প্রতি ফরাসি ওপেনেও জকোভিচকে হারিয়েছেন তিনি শেষ চারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।