বাংলা নিউজ > টেকটক > ফেসবুকের নাম বদল নিয়ে বিভ্রান্তি! Meta নামে আরেক সংস্থার শেয়ার কেনার হুড়োহুড়ি
পরবর্তী খবর
নামের গেরো। একই নামে দুটি সংস্থা। আর তার জেরেই চরম কনফিউশানে শেয়ার বাজার। শুক্রবার ফেসবুকের মালিক সংস্থার নাম বদলে মেটা রাখা হয়। এদিকে কানাডার এই একই নামে অপর এক সংস্থা রয়েছে। তার নাম মেটা মেটিরিয়ালস। বিভ্রান্ত হয়ে হুড়মুড় করে সেই মেটার শেয়ার কিনতে শুরু করলেন বিনিয়োগকারীদের একাংশ।