Updated: 23 Apr 2020, 09:11 AM IST
HT Bangla Correspondent
WHO প্রধান টেডরোস ঘেবরেসাস জানিয়েছেন যে অনেক দিন ধরে করোনার সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই কোনও রকমের আত্মতুষ্টির কোনও জায়গা নেই।
এখনও পর্যন্ত বিশ্বে প্রায় ২৫.৯ লক্ষ মানুষের শরীরে করোনার চিহ্ন পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ১.৭ লক্ষ মানুষ। তবে কিছুটা হলেও করোনায় নয়া কেস বৃদ্ধির হার কমেছে ইউরোপ ও আমেরিকায়। তাই অনেক জায়গাতে বিধিনিষেধ শিথিল করার কথা চিন্তা করা হচ্ছে। সেই প্রসঙ্গেই সতর্কতা জারি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।