পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > ১৬ ডিসেম্বর থেকে ধনুতে বুধাদিত্য যোগ, সময় ভালো কাটবে এই রাশির জাতকদের
জ্যোতিষ শাস্ত্রে সূর্য ও বুধের যুতিকে শুভ মনে করা হয়। বর্তমানে বুধ ধনু রাশিতে বিরাজ করছে। ১০ ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করেছে বুধ। ১৬ ডিসেম্বর থেকে ধনু রাশিতে গোচর করবে সূর্য। ধনু রাশিতে সূর্য ও বুধের উপস্থিতি বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। কয়েকটি রাশির জন্য এই যোগ অত্যন্ত শুভ।
মেষ
- কাজে সাফল্য লাভ করবেন।
- পারিবারিক জীবন আনন্দে কাটবে।
- অর্থ লাভ হবে।
- দাম্পত্য জীবন সুখে কাটবে।
- ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন।
- আপনার কাজ প্রশংসিত হবে।
মিথুন
- এই রাশির জাতকদের অর্থ লাভ হবে।
- লেন-দেন ও লগ্নির ফলে লাভ হবে।
- জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
- নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন।
- কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।
কর্কট
- আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
- আয়ের উৎস বৃদ্ধির যোগ রয়েছে।
- পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।
- শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় বরদান স্বরূপ।
- কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা লাভ করবে।
- ব্যবসার জন্য সময় ভালো।
সিংহ
- ধন লাভ হবে।
- দাম্পত্য জীবনে সুখের অনুভূতি হবে।
- কাজে সাফল্য লাভের যোগ রয়েছে।
- আপনার কাজ প্রশংসা লাভ করবে।