হিন্দুশাস্ত্রের মান্যতা অনুসারে ৫ জুলাই ২০২৫ সালে পড়েছে উল্টোরথযাত্রা। এই রথযাত্রা ঘিরে পুরীর জগন্নাথধামে ব্যাপক সমারোহের আয়োজন রয়েছে। এদিন জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাদেবী ফিরবেন পুরীর মন্দিরে। এদিকে, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, উল্টো রথের আগে, অর্থাৎ আজ ৪ জুলাই রয়েছে দশাঙ্ক যোগ। কী এই যোগ? কোন কোন রাশি এই যোগের ফলে সুখের মুখ দেখতে চলেছে? দেখা যাক।
লাকি কারা?
দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এই রাশির জাতক জাতিকাদের আয়ের ভাগ্যে আসবে উন্নতির রেশ। চাকরিরতরাও ভালো সময়ের মুখ দেখতে পাবেন। দীর্ঘ সময় ধরে যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন লাভ। পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ দেখা যাবে। ব্যবসার দিক থেকে বহুদিন ধরে আটকে থাকা কাজ এবার পুরোপুরি সম্পন্ন হবে। এই সময় বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি ভালো লাভ পাবেন। ভবিষ্যতের জন্য ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ রয়েছে। দীর্ঘদিনের আগে আটকে থাকা কোনও ডিল এবার সম্পন্ন হতে পারে। বিনিয়োগের জন্য এই সময় ভালো। ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারবেন।
কর্কট
দশাঙ্ক যোগ আপনার জন্য অনুকূল হবে। সুখ সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌতিক সুখও পাবেন। যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁরা পাবেন বিশেষ লাভ। কাজে দীর্ঘ দিন ধরে যে চাপ রয়েছে, তা এবার কম হবে। বৈবাহিক জীবনে আসবে খুশি আনন্দ। পরিবারে ভালো সময় কাটতে চলেছে।
( New Rail Project: ৩ ঘণ্টার সফর কমে হবে ৬০ মিনিট! দেশের এই দুই তাবড় শহরকে জুড়ছে রেলের নয়া প্রজেক্ট)
কন্যা
কোনও আইনি মামলায় পেতে পারেন ভালো লাভ। এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। ধার্মিক যাত্রার যোগ তৈরি হতে চলেছে। পরিবার বা বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। পারিবারিক মামলায় চলা চিন্তা ভাবনা এবার শেষ হবে। ভাগ্যের যোগ্য সঙ্গত থাকার ফলে কিছু ভালো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
দশাঙ্ক যোগ কী ?
৪ জুলাই বৃহস্পতি আর দৈত্যদের গুরু শুক্র তৈরি করেছেন দশাঙ্ক যোগ। আজ ৪ জুলাই বেলা ১১ টা ১৪ মিনিটে শুক্র, আর গুরু একে অপরের সঙ্গে ৩৬ ডিগ্রিতে অবস্থান করতে চলেছেন। তাতেই তৈরি হবে দশাঙ্ক যোগ। বর্তমানে শুক্রদেব রয়েছে বৃষে। আর গুরু বৃষ থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করেছেন।