Rakhi purnima 2023 date: এবার রাখি বন্ধনের তারিখ নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। প্রকৃতপক্ষে, ৩০ তারিখে ভদ্রা কালের কারণে, ৩০ না ৩১ অগস্ট কবে রাখি বন্ধন পালিত হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। কারণ, ভদ্রার সময়কাল ৩০ তারিখ রাত ৯ টা অবধি থাকবে। আসুন জেনে নিই রাখি বাধার শুভ সময়।