Indian Navy's 1st woman fighter pilot: নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট হতে চলেছেন আস্থা পুনিয়া! ওড়াতে পারেন রাফালও
Updated: 05 Jul 2025, 03:52 PM IST Ayan Das 05 Jul 2025 Indian Navy, Sub Lieutenant Aastha Poonia, Rafale Fighter Jet, Indian Fighter Pilot, ভারতীয় নৌসেনা, ভারতের নৌসেনার প্রথম মহিলা ফাইটার পাইলট, সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়াপ্রথম মহিলা হিসেবে ভারতীয় নৌসেনার ফাইটার পাইলটের প... more
প্রথম মহিলা হিসেবে ভারতীয় নৌসেনার ফাইটার পাইলটের প্রশিক্ষণ নিতে চলেছেন সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের প্রশিক্ষণ শেষে তিনি ফাইলট পাইলট হিসেবে রাফাল, মিগ২৯কে-র মতো যুদ্ধবিমান ওড়াতে পারবেন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে।
পরবর্তী ফটো গ্যালারি