বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Water Problem: ২টি পাম্প খারাপ, ৭ দিন ধরে জল বন্ধ বালি পুরসভা এলাকায়, বেহাল অবস্থা বাসিন্দাদের
পরবর্তী খবর
Water Problem: ২টি পাম্প খারাপ, ৭ দিন ধরে জল বন্ধ বালি পুরসভা এলাকায়, বেহাল অবস্থা বাসিন্দাদের
1 মিনিটে পড়ুন Updated: 18 Jan 2024, 02:34 PM ISTChiranjib Paul
গঙ্গার ধারে থাকেন সেই সব এলাকার বাসিন্দারা গঙ্গার থেকে জলএনে কাজ চালাচ্ছে। কিন্তু যারা গঙ্গা থেকে দূরে থাকেন তাদের অবস্থা অবস্থা আরও দুর্বিসহ।
২টি পাম্প খারাপ, ৭ দিন ধরে জল বন্ধ বালি পুরসভা এলাকায়, বেহাল অবস্থা বাসিন্দাদের
দীর্ঘ সাত দিন ধরে মিলছে না পানীয় জল। বালি পুরসভার পাম্পিং স্টেশনের দুটি পাম্প খারাপ হয়ে যাওয়ার কারণে জল বন্ধ হয়ে রয়েছে এলাকায়। ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হলেও তাতে চাহিদা মিটছে না বাসিন্দাদের। ফলে একাধিক জায়গায় জল নিয়ে মারপিটও হচ্ছে বলে খবর।
যেখানে পুরসভার দিনে চারবার পানীয় জল সরবরাহ করত, সেখানে পাম্পিং স্টেশনের দুটি পাম্প খারাপ হয়ে যাওয়ার জন্য পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। এই ঠান্ডায় অসুবিধার মধ্যে পড়েছেন এলাকাবাসী।
গঙ্গার ধারে থাকেন সেই সব এলাকার বাসিন্দারা গঙ্গার থেকে জলএনে কাজ চালাচ্ছে। কিন্তু যারা গঙ্গা থেকে দূরে থাকেন তাদের অবস্থা অবস্থা আরও দুর্বিসহ।
পরিস্থিতি সামাল দিতে, কলকাতা, উত্তরপাড়া ও হাওড়া পুরসভার কাছ থেকে পানীয় জলের ট্যাঙ্কার নিয়ে কিছু এলাকায় সরবরাহ করা হচ্ছে। কিন্তু তাতেও চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। জলের লাইনে তৈরি হচ্ছে অশান্তি, হাতাহাতি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই মারামারিতে একজন মাথায়ও ফেটেছে।
স্থানীয় বাসিন্দা স্বপ্না পাত্র বলেন, ‘সাতদিন ধরে এলাকায় জল নেই। আমরা দূরে একটি চাপা কল (টিউবওয়েল) আছে সেখান থেকে জল আনতে হচ্ছে। কেউ কেউ জল কিনে খাচ্ছেন।’